1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পৌর নির্বাচন ১২ থেকে ১৮ই জানুয়ারি

২ ডিসেম্বর ২০১০

২৬৯টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা এই তফসিল ঘোষণা করেন৷ তিনি বলেন, ১২ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/QOEZ
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শাসুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার জানান, রংপুর-রাজশাহী, খুলনা বরিশাল, চট্টগ্রাম-সিলেট এবং ঢাকা –এই ৪টি জোনে পৌরসভাগুলোকে ভাগ করা হয়েছে৷ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে রংপুর-রাজশাহী জোনে৷ নির্বাচনের সময় জোনগুলোতে যাতে কোন জটিলতা সৃষ্টি না হয় সেজন্য আলাদা আলাদা সময়ে ১৩ থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে৷ আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি৷

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পরবেন না৷ যারা বিভিন্ন জায়গায় রঙিন পোষ্টার এবং ব্যানার লাগিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যে তা তুলে না নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি৷ আর নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব জানার জন্য অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে৷ নয়তো মনোনয়নপত্র বাতিল হবে৷ নির্বাচনী প্রচারে বড় সভা-সমাবেশ করা যাবেনা, করা যাবে পথসভা ও ঘরোয়া সভা৷

প্রধান নির্বাচন কমিশনার জানান, সারাদেশে ৩১০টি পৌরসভার মধ্যে বেশিরভাগ পৌরসভায় ২০০৪ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এর মধ্যে ১৭টি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ না হওয়া এবং ২৪টিতে মামলা সংক্রান্ত নানা ঝামেলা থাকায় নির্বাচন করা যাচ্ছেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক