1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি

১৭ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে৷ শনিবার নতুন করে প্লাবিত হয়েছে মাদারীপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলার নতুন নতুন এলাকা৷ বন্যা কবলিত এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট৷

https://p.dw.com/p/PEBu
বন্যায় তলিয়ে যাচ্ছে অনেক এলাকাছবি: Sophie Tarr

অন্যদিকে, নদ-নদীর বিভিন্ন পয়েন্টে পানিপ্রবাহ কমতে শুরু করায় উন্নতি হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, শেরপুরসহ বেশক'টি জেলার বন্যা পরিস্থিতি৷

অবশ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে৷ অবনতি হয়েছে সিলেট ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি৷ খুব শিগগিরই আরো উন্নতি হবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা আরিফুজ্জামান ভূঁইয়া৷

দেশের মোট ৭৩টি পয়েন্টের মধ্যে ৩৪টি পয়েন্টে পানিপ্রবাহ বেড়েছে, কমেছে ২৯টি পয়েন্টে আর অপরিবর্তিত আছে ৮টি পয়েন্টে৷ এর মধ্যে ১১টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন অবশ্য দাবি করলেন, শিগগিরই পানি নেমে যাবে৷

Zyklon Aila wütet in Indien und Bangladesch
বন্যা কবলিত এলাকার শতাধিক একর জমির শাক-সবজি ও বাড়িঘর তলিয়ে গেছে (ফাইল ফটো)ছবি: AP

ফরিদপুরে নতুন করে প্লাবিত হয়েছে জেলার চরমাধবদিয়া ও অম্বিকাপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম৷ জেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷ সদর উপজেলায় এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে৷ ৩শ' পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হলেও বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে৷ মাদারীরপুর জেলার চার উপজেলার আরও ৫০ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে৷ এ নিয়ে জেলায় মোট ১৫০টি গ্রাম প্লাবিত হলো৷ রাজবাড়ি জেলার ৩টি উপজেলার ৯ ইউনিয়নের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে৷ বন্যা কবলিত এলাকার শতাধিক একর জমির শাক-সবজি ও বাড়িঘর তলিয়ে গেছে৷ তবে কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে৷ শতাধিক গ্রাম এখনও বন্যার পানিতে তলিয়ে থাকায় এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন