‘বাংলাদেশে বর্তমানে আইন বলতে কিছু নাই' | পাঠক ভাবনা | DW | 10.12.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলাদেশে বর্তমানে আইন বলতে কিছু নাই'

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘আইনের শাসনের জায়গাটি আমাদের দেশে বরাবরই দুর্বল ছিল৷ আইনের শাসন এখনো যে খুব একটা উন্নতি সাধন করেছে, তা বলাটা কষ্টকর৷''

আপনি কি তাঁর সাথে একমত? দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডয়চে ভেলের ফেসবুকে পাঠকদের নিজস্ব মতামত জানতে চাওয়া হয়েছিল এ প্রশ্নটি তুলেই৷

এর উত্তরে বেশ কয়েকজন পাঠক তাঁদের মতামত জানিয়েছেন৷ তবে বেশিরভাগ পাঠকই বাংলাদেশে বর্তমানে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন৷ বাংলাদেশে বর্তমানে আইনের শাসন খুব দুর্বল – এ ব্যাপারে তাঁদের কোনো দ্বিমত নেই৷

মুহিব মোরসালিন লিখেছেন, একমত মানে? দ্বিমত হওয়ার কোনো প্রশ্নই আসে না!!

পাতাঝরা আতিকের সোজা কথা, ‘‘বর্তমানে আমাদের দেশে আইন বলতে কিছু নাই...৷''

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের কথাকে সমর্থন করে মোহাম্মদ মিজানুর রহমান লিখেছেন ‘‘‘উনি ভালো কথাই বলছেন৷'' মো.আশরাফুল ইসলাম, কালাম আজাদ, নাহিদ, ফরহাদ উদ্দিন ফাহাদ, বিপ্রজিত মন্ডল ও সাব্বির আহমেদও একই মত ব্যক্ত করেছেন৷

আইয়ুব তালুকদার লিখেছেন, মানবাধিকার বলতে কিছু আছে আমাদের দেশে? যেখানে অধিকারের জন্য বাপের বয়সি পুলিশের পায়ে লাথি খেতে হচ্ছে ছাত্রীকে?

পাঠক মোজাম্মেল হোসেনও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে একমত৷ তাঁর মন্তব্য ‘‘যাঁদের বিবেক বলে কিছু আছে তারা সবাই একমত৷''

ওদিকে পাঠক প্রবির বিধানের মত কিন্তু ভিন্ন৷ তিনি ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘পরিস্থিতি সন্তোষজনক না হলেও আগের যে কোনো সময়ের চেয়ে ভালো৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন