1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠার আশঙ্কা বিএনপির

৬ সেপ্টেম্বর ২০১০

বিএনপি নেতারা আশঙ্কা করছেন, সরকার দেশে বাকশালের মত এক দলীয় শাসন কায়েম করতে যাচ্ছে৷ তাদের দাবি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে তা বেরিয়ে এসেছে৷ তারা বলেন, এদেশের মানুষ বাকশালের মত এক দলীয় শাসন মানবেনা৷

https://p.dw.com/p/P5R5
ছবি: Mustafiz Mamun

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রোববার এক সংবাদ সম্মেলনে বাকশাল নয়, বাকশালের আদর্শ বাস্তবায়নের কথা বলেন৷ কিন্তু একে সহজভাবে নেয়নি বিএনপি৷ বিএনপির যুগ্ম সমহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর সোমবার এক অনুষ্ঠানে বলেন, তাদের আশঙ্কাই সত্যে পরিণত হতে যাচ্ছে৷ আওয়ামী লীগ দেশে এক দলীয় বাকশাল কায়েম করতে চায়৷

অন্যদিকে, বিএনপির আরেক যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্র হননে নেমেছে৷ এজন্য নানা ধরণের বিভ্রান্তিকর কথা বলেছে৷

বিএনপির এই দুই নেতা বলেন, এদেশের মানুষ আর বাকশাল দেখতে চায়না৷ বাংলাদেশে বাকশালী শাসন প্রতিষ্ঠা করা যায় না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন