1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার

২৩ এপ্রিল ২০১০

দেশে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে৷ বিশেষ করে সন্ত্রাসী গ্রুপগুলো ক্ষুদ্রাস্ত্র ব্যবহার করে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে৷ পুলিশও এখন কিছুটা অসহায় এই সব অবৈধ অস্ত্রের সামনে৷

https://p.dw.com/p/N4pS
ফাইল ফটোছবি: AP

বাংলাদেশ সেন্টার ফর সিকিউরিট এন্ড পিস ষ্টাডিজ-এর প্রধান মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান ডয়চে ভেলেকে জানান, প্রতিবেশী ভারত এবং মিয়ানমারসহ কয়েকটি দেশ থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে ঢুকছে৷ এর একটি অংশ অন্যদেশে পাচার হলেও একাংশ বাংলাদেশেই থেকে যায়৷ যা সন্ত্রাসী গ্রুপগুলো ব্যবহার করছে৷ তিনি বলেন, জঙ্গিরা বোমা বিস্ফোরকের পরিবর্তে এসব অবৈধ অস্ত্র ব্যবহারের দিকে ঝুঁকতে পারে৷

ব়্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার জানান, দেশে অবৈধ অস্ত্র আছে এবং অবৈধ অস্ত্র আসছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই৷ তবে পুলিশকে আরো সক্রিয় হবার সুযোগ দিতে হবে৷ তিনি বলেন, ‘‘সাব ইন্সপেক্টর গৌতম সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন৷ কিন্তু গৌতমও গুলি ছুঁড়তে পারতেন যাতে প্রাণহানি হতে পারত৷ তখনতো মানবাধিকারের প্রশ্ন এড়ান যেত না৷ বিষয়টি নিয়ে মনে হয় নতুন করে ভাবার সুযোগ আছে৷''

ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল ইসলাম জানান, পুলিশ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সক্রিয় রয়েছে৷

বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্রের ব্যবহার ও পাচার বন্ধ না হলে আইন-শৃংখলা পরিস্থিতি আরো জটিল হতে পারে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক