1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বেসরকারি ফোন অপারেটররা আতঙ্কে

১৩ মে ২০১০

বাংলাদেশের ৫টি বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে৷ এগুলো হল ব়্যাংকস টেল, ন্যাশনাল ফোন, ঢাকা ফোন, ওয়ার্ল্ড টেল ও পিপলস টেল৷

https://p.dw.com/p/NMxX
টেলিফোনের গ্রাহকদের স্বার্থ কতটা বিপন্ন হবে?ছবি: AP

বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি অবৈধ ভিওআইপি, অর্থাৎ আন্তর্জাতিক ফোন কল টার্মিনেশনের অভিযোগে তাদের লাইসেন্স বাতিল করে৷ কিন্তু এতে বেসরকারি টেলিফোন খাতে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করছেন ন্যাশনাল ফোনের কর্মকর্তা রিয়াজুর রহিম৷

রাজধানীতে একটি সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হাসানুল হক ইনু এমপি তার সঙ্গে একমত পোষণ করেন৷ তিনি বলেন, ‘‘ভিওআইপি'র ব্যাপারে সরকার এখনো কোন নীতিমালা না করায় এই জটিলতার সৃষ্টি হচ্ছে৷ ৫টি ল্যান্ড ফোন কোম্পানির লাইসেন্স বাতিলের পরও আন্তর্জাতিক কল টার্মিনেশন বন্ধ হয়নি৷ এর জবাব কে দেবে?''

অন্যদিকে বিটিআরসি'র নতুন কিছু সিদ্ধান্তের বিরোধিতা করেন মোবাইল ফোন অপারেটরদের সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ এইচ চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘বিটিআরসি চাইলে ফোন কোম্পানির সিইওকে গ্রেফতার করতে পারবে৷ এ ধরনের সিদ্ধান্ত মোবাইল ফোন খাতে ধ্বস নামাবে৷'' গ্রামীণফোনের মামুন হাসমী মোবাইল ফোন সিমের ওপর ট্যাক্স কমানোর দাবি জানান৷

জবাবে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ জানান, তারা ব্যবসা সহায়ক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন৷ আর টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, ট্যাক্সের ক্ষেত্রে শিগগিরই পরিবর্তন আসছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন