1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে শিগগিরই নতুন নারী নীতি

৮ মার্চ ২০১০

বাংলাদেশের নারী শ্রমিকরা পদে পদে ঠকছেন৷ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পরও তারা অবহেলিত৷ তাই প্রধানমন্ত্রী শিগগিরই নারী নীতি প্রণয়নের ঘোষণা দিয়েছেন৷

https://p.dw.com/p/MNIX
ছবি: AP

দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন দেশের শ্রমজীবী নারী৷ বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত ২০ লাখ শ্রমিকের ১৮ লাখই নারী শ্রমিক৷ কিন্তু তাদের অবস্থা ভাল নেই৷ তৈরি পোশাক শিল্প ছাড়াও নির্মান কাজেও নারী শ্রমিকরা জড়িত৷ কিন্তু তারা তাদের ন্যায্য মজুরি পাননা৷

নারী নেত্রী শিরিন আক্তার ডয়চে ভেলেকে জানান, ‘এক্ষেত্রে ন্যায্য মজুরী নিশ্চিত করা না গেলে নারীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়'৷ এদিকে, একুশে টেলিভিশন এক ব্যতিক্রমী উদ্যোগ নেয় সোমবার৷ নারী দিবসে সিইওসহ শীর্ষ পদগুলোতে সোমবার কাজ করেছেন নারীরা৷ যেমন বললেন, নারী দিবসে সিইও‘র দায়িত্ব পালনকারী ফারহানা আফরোজ৷

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী দিবসের বক্তৃতায় শিগগিরই একটি নারী নীতি প্রনয়ণ করার ঘোষণা দিয়েছেন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ