1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সংঘাতময় রাজনীতির আশঙ্কা

১৪ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশে সংঘাতময় রাজনীতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷ তাঁরা মনে করেন, রাজনৈতিক দলগুলোর চরিত্রের কারণেই বারবার এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷ তাদের মধ্যে সংঘাত এড়াতে প্রয়োজন মানসিকতার পরিবর্তন এবং কার্যকর এক সংসদ৷

https://p.dw.com/p/PBNz
আবার এমন দৃশ্য ফিরে আসবে?ছবি: AP

সংসদে বিরোধী দল নেই, নেই প্রাণবন্ত বিতর্কের ধারা৷ কিন্তু বিরোধী দলের ঈদ পরবর্তী আন্দোলনের হুমকি আর সরকারী দলের প্রতিরোধের কথায় সংঘাতময় রাজনীতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা, আশংকা করছেন উত্তপ্ত রাজপথের৷

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন, সংঘাতময় রাজনীতির ধারা অতীতের মত অব্যাহত থাকবে রাজনৈতিক দলগুলোর চরিত্রের কারণেই৷ তিনি মনে করেন পারস্পরিক সহযোগিতার দাম যতদিন রাজনৈতিক দলগুলো না দেবে ততদিন ভাল কোন রাজনৈতিক পরিবেশ ফিরে আসবেনা৷

তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান বলেন, সংবিধানের ৫ম এবং ৭ম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে একটি ইতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে৷ জাতি কলঙ্ক মুক্ত হচ্ছে৷ এখন রাজনীতিবিদদের দায়িত্ব রাজনীতিকে কলুষমুক্ত করা৷

তাঁর মতে, রাজপথে সমস্যার সমাধান হবেনা৷ সমস্যার সমাধান করতে হবে সংসদে৷ এজন্য সংসদকে কার্যকর করতে হবে৷ সমস্যা সমাধানের নামে নতুন সমস্যা সৃষ্টি কোনভাবেই কাঙ্খিত নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন