1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই: খালেদা জিয়া

৯ জুন ২০১০

‘‘দেশে এখন সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই৷ বিচার বিভাগেও চলছে সরকারের হস্তক্ষেপ৷'' বুধবার রাজধানীতে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷

https://p.dw.com/p/Nm9u
সরকারের বিরুদ্ধে আবার মুখর হলেন খালেদা জিয়া (ফাইল চিত্র)ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া বলেন, দেশের মানুষ সব অপকর্মের হিসাব রাখছে, সময় মতো জবাব দেবে৷

খালেদা জিয়া বলেন, যে সব পত্রিকা সত্য কথা লেখে, সরকারের অন্যায়ের প্রতিবাদ করে তাদের উপরই নেমে আসে নির্যাতন৷ তিনি বলেন, সংবাদ মাধ্যমের ওপর আওয়ামী লীগের নির্যাতনের ইতিহাস বহু পুরানো৷ তারা মাত্র চারটি পত্রিকা রেখে অন্যসব বন্ধ করে দিয়েছিল৷

বিরোধী দলের নেতা বলেন, বর্তমান অবস্থা দেখে মনে হয়, সরকার পরিচালিত হচ্ছে অদৃশ্য কোন শক্তি থেকে৷ পুলিশ সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি৷ তিনি বলেন, দেশে এখন সীমান্ত পাহারা দেয়ার মতো লোক নেই৷ বিডিআরকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে ৷

আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে – দাবি করে খালেদা জিয়া বলেন, দেশে আজ বিদ্যুৎ-পানি-গ্যাস নেই৷ দ্রব্যমূল্যও আকাশছোঁয়া৷ জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই ২৭শে জুনের হরতাল সফল করার আহ্বান জানান তিনি৷ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে বিচার বিভাগে হস্তক্ষেপ ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিএনপির আয়োজনে গণ অবস্থান কর্মসূচিতে বিএনপিসহ ৪ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন৷

অন্যদিকে, আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়ার বিকল্প বাজেটকে সংবিধান লঙ্ঘন বলে অভিহিত করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন