1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ৩ হাজার সমাজ কল্যাণমূলক সংগঠনের কার্যক্রম বাতিল

৫ এপ্রিল ২০১০

বাংলাদেশ সরকার অন্তত তিন হাজার সমাজ কল্যাণমূলক সংগঠনের কার্যক্রম বাতিল করেছে৷ এর মধ্যে বেশ কিছু সংগঠন বন্ধ করে দেয়া হয়েছে জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে৷

https://p.dw.com/p/MnUn
ছবি: dw

২০০৫ সালে বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদী সংগঠন কর্তৃক সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই এই ধরণের সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়৷

সমাজ সেবামূলক কাজের নামে সনদ নিয়ে ভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এমন প্রায় তিন হাজার সংগঠনের লাইসেন্স বাতিল করলো সরকার৷ সমাজ সেবা বিভাগের পরিচালক আরশাদ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে জানান, সরকারি নীতিমালা ভঙ্গ করার কারণে ২ হাজার ৯৩১টি বেসরকারি সংগঠনের লাইসেন্স বাতিল এবং কার্যক্রম বন্ধ করা হয়েছে৷ তিনি বলেন, ‘এ সব সংগঠনকে লাইসেন্স দেয়া হয়েছিল সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করার জন্য৷ বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির মতো বিষয়গুলোতে কাজ করার কথা ছিল এদের৷ কিন্তু তারা তা করেনি, বরং এদের মধ্যে এমন অনেক সংগঠন রয়েছে যারা জঙ্গিবাদ বিস্তারে কাজ করতো৷'

সরকার প্রথমবারের মতো এ ধরণের সিদ্ধান্ত নিলো৷ সমাজ সেবার নামে এ ধরণের কাজ করছে এমন আরো ৩ হাজার সংগঠনের তালিকাভুক্তি খুব শিগগিরই বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা৷

বলা হয়েছে, মূলত বিভিন্ন ইসলামী দেশগুলোর কাছ পাওয়া তহবিলের অর্থে ধর্মের নামে ইসলামী জঙ্গিবাদ ছড়িয়ে দিতেই তাদের কার্যক্রম পরিচালনা করতো অভিযুক্ত সংগঠনগুলো৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক