‘বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে?' | পাঠক ভাবনা | DW | 09.06.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলাদেশ কি আফগানিস্তান হয়ে যাবে?'

বাংলাদেশে ৭২ ঘন্টায় তিনজনকে হত্যা৷ দেশের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে অনেক পাঠকই উদ্বিগ্ন৷ আর সেকথাই তাঁরা নানাভাবে জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ কেউ কেউ আবার এ পরিস্থিতি সামলে ওঠার পথও বাতলে দিয়েছেন৷

Symbolbild IS Soldaten

ফাইল ফটো

জয় বনিকের মতে, মিডিয়ার মাধ্যমে এসব তথ্য জানার ফলেই নাকি জনগণের মনোবল কমে গেছে এবং জঙ্গিদের মনোবল বেড়ে গছে আর তাই এসব ঘটনা বেশি ঘটছে৷

আর বন্ধু রোমিও চক্রবর্ত্তী সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ করে সাহস দিয়ে লিখেছেন, ‘‘লাখো বাঙালির রক্ত দিয়ে দেশকে জানোয়ারের হাত থেকে মুক্ত করা হয়েছে৷ তাই এবারো ভয়ের কোনো কারণ নেই৷''

অন্যদিকে শওকত ইসলাম পরামর্শ দিয়েছেন৷ তাঁর মতে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হলে ‘‘জনগণ প্রশাসন ও সরকার সবাইকে এক সাথে মিলে দেশটাকে অন্ধকার যুগ থেকে তুলে আনতে হবে৷'' শওকত ইসলাম মনে করেন, ‘‘ তা না হলে আমাদের নিজেদেরই মরা ছাড়া আর কোনো পথ থাকবে না৷'' তিনি বলতে চেয়েছেন, জঙ্গিবাদকে প্রতিহত করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে, কেননা ‘একতাই বল'৷

তবে দেব আকাশের পরামর্শ অবশ্য একটু অন্যরকম৷ তাঁর মতে, ‘‘দেশ থেকে জঙ্গি, সন্ত্রাসী তাড়াতে হলে ব়্যাবকে ক্ষমতা দিতে হবে, না হয় আর্মিকে মাঠে নামতে হবে৷''

অনেকের মতো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পাঠক প্রিন্স খানও প্রায় বাকহারা৷ তাঁর শুধু জাতির বিবেকের কাছে একটাই প্রশ্ন, ‘‘দেশটা কি আফগানিস্তান হয়ে যাবে?''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন