1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি অক্ষত আছে’

২৯ জানুয়ারি ২০১১

ঢাকায় সস্ত্রীক সাংবাদিক খুন৷ রয়েছে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতা নিয়ে প্রতিবেদন৷ শেখ হাসিনার লন্ডন সফরের খবর৷ আর গ্রামীণের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিবরণ৷

https://p.dw.com/p/106xi
বাংলাদেশ ক্রিকেট দলের কয়েক খেলোয়াড় (ফাইল ফটো)ছবি: AP

সস্ত্রীক সাংবাদিক খুন

ঢাকায় এক সাংবাদিককে সস্ত্রীক হত্যা করেছে দুর্বৃত্তরা৷ এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে অধিকাংশ দৈনিক৷ ইত্তেফাক লিখেছে, ‘রাজধানীতে স্ত্রীসহ সাংবাদিক জবাই'৷ নিহত ফরহাদ খাঁ দৈনিক জনতার সিনিয়র সহ-সম্পাদক ছিলেন৷ তাঁর স্ত্রী, রহিমা খানম জাতীয় শ্রমিক পার্টির একজন নেত্রী ছিলেন৷ পুলিশের ধারণা, ঘাতকরা নিহতের পূর্ব পরিচিত৷ তাছাড়া এটিকে ডাকাতি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ডই মনে করছে পুলিশ৷ সম্ভবত শুক্রবার ভোররাতে তাদেরকে জবাই করে হত্যা করা হয়৷

আড়িয়ল বিলে বিমানবন্দর

দৈনিক প্রথম আলো এই বিষয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ আজকের শিরোনাম, ‘আড়িয়ল বিল রক্ষার দাবিতে গ্রামে গ্রামে বিক্ষোভ, সমাবেশ'৷ আড়িয়ল বিল রক্ষায় সংশ্লিষ্ট এলাকায় বিক্ষোভ মিছিল করছে সাধারণ মানুষ৷ তাদের দাবি, আড়িয়ল বিল আমাদের শস্যভাণ্ডার৷ এ বিল ধ্বংস হলে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হবে৷ এখানে বলা প্রয়োজন, আড়িলয় বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার৷ কিন্তু স্থানীয় মানুষের এতে সায় নেই৷

হাসিনার লন্ডন সফর

দৈনিক কালেরকণ্ঠ জানাচ্ছে, ‘জনগণের কল্যাণই আমার একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী'৷ যুক্তরাজ্য সফররত শেখ হাসিনার সঙ্গে শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সাক্ষাৎ করেন৷ কৌতূহলী শিক্ষার্থীরা এসময় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সমকালীন ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে চান৷ এছাড়া বৃহস্পতিবার লন্ডনে আওয়ামী যুবলীগ আয়োজিত এক সম্মেলনে বক্তৃতা করেন শেখ হাসিনা৷ এসময় তিনি বলেন, আমি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই৷

পোশাক কারখানায় আগুন

‘গ্রামীণের পোশাক কারখানার আগুন, তদন্ত কমিটি', শিরোনাম করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ শুক্রবার সকালে সাভারের ঢাকা ইপিজেডে অবস্থিত গ্রামীণ নিটওয়্যার কারখানায় আগুন লাগে৷ প্রায় সাত ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ এই কারখানায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি রাখা আছে৷ সেগুলো অক্ষত আছে বলেই খবর৷ তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ কোটি টাকা বলে দাবি কর্তৃপক্ষের৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম