1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-চীন ৫ চুক্তি সই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ জুন ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে পাঁচটি অর্থনৈতিক এবং কারিগরি ও প্রযুক্তি সহায়তা চুক্তি সই হয়েছে৷ তবে বহুল আলোচিত গভীর সমুদ্রবন্দর চুক্তিটি সই হয়নি৷

https://p.dw.com/p/1CEzv
Sheikh Hasina
ছবি: Reuters

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লী কিকুয়াং-এর মধ্যে রাজধানী বেইজিংয়ে এক বৈঠকের সময় এই পাঁচটি চুক্তি সই হয়৷ শেখ হাসিনা চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রেট হলে মিলিত হন৷

শেখ হাসিনার সফর সঙ্গি পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, মোট পাঁচটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে৷ তবে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর চুক্তি সই হয়নি৷

চুক্তিগুলোর মধ্যে রয়েছে: চীন এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির মধ্যে চুক্তি, দুর্যোগ প্রতিরোধে প্রযুক্তি ও যন্ত্রপাতি বিনিময়ে সহযোগিতা স্মারক, বন্যা প্রতিরোধ ও ব্যবস্থাপনা সহযোগিতা এবং চীনের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক ‘জোন’ গড়তে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের বেপজার মধ্যে সমঝোতা স্মারক সই৷

পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপন নিয়ে দুই দেশ আবার বৈঠক করবে৷

এদিকে চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিআইআইএস) আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সঙ্গে বাণিজ্যিক ব্যবধান কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন৷ তিনি বলেন, বাংলাদেশ চীন থেকে ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করছে৷ এর বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ ৫০ কোটি ডলারেরও কম৷

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সমর্থনের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে তাঁর দেশের জনগণকে চীন আরও সমর্থন ও সহযোগিতা দেবে বলেই আশা৷

প্রসঙ্গত, গত শুক্রবার চীন সফরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

Li Keqiang Pressekonfernz Volkskongress
চীনের প্রধানমন্ত্রী লী কিকুয়াংছবি: Reuters/Barry Huang
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য