1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ সরকারকে হুমকি দিল তালেবান জঙ্গিরা

২৮ সেপ্টেম্বর ২০১০

প্রথমবারের মত তালেবান জঙ্গিদের হুমকির লক্ষ্যবস্তু হলো বাংলাদেশ৷ অন্যদিকে গত ছয় মাসে সারা দেশে অপরাধের শীর্ষে রয়েছে নারী নির্যাতন৷ এদিকে পাবনায় প্রশাসন ও ক্ষমতাসীন দলের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে৷

https://p.dw.com/p/PO6H
BANGLADESH map
ছবি: AP

তালেবান জঙ্গিদের হুমকি

বাংলাদেশকে লক্ষ্য করে এই প্রথমবারের মত হুঁশিয়ারি জানালো আফগানিস্তানের তালেবান গোষ্ঠী৷ এই খবরটি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে৷ ওয়াশিংটন থেকে প্রকাশিত খবরে এসআইটিই নামে একটি সংগঠনের সূত্র দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, এসআইটিই ইন্টারনেটে এই ধরণের খবরগুলো পর্যবেক্ষণ করে থাকে৷ তারা জানিয়েছে, সোমবার তালেবান জঙ্গিরা একটি বার্তা ছেড়েছে যা আরবী এবং পশতু ভাষায় লেখা৷ এতে বলা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের নেতৃবৃন্দের যথেষ্ট ইসলামী জ্ঞান এবং রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে যে তারা আফগানিস্তানে সেনা পাঠিয়ে ইসলাম ও আফগান জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবেন না৷ এই বার্তায় আরও বলা হয়েছে, যদি বাংলাদেশ সরকার এই ধরণের ভুল করে থাকে তাহলে ধর্মপরায়ন জনগণ তা হতে দেবেন না৷ উল্লেখ্য, নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত রিচার্ড হলব্রুক আফগানিস্তানে সেনা পাঠানোর অনুরোধ করেন৷ এরপর রোববার বাংলাদেশী পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে তারা এই অনুরোধ খতিয়ে দেখছে৷

Überschwemmung in Bangladesch
সবচেয়ে বেশী নির্যাতিত হচ্ছে নারীরাছবি: AP

অপরাধের শীর্ষে নারী নির্যাতন

গত ছয় মাসে সারা দেশে সাড়ে ১৭ হাজার অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন৷ সোমবার সংসদে দেওয়া এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানিয়েছেন৷ এই খবরটি একাধিক সংবাদ পত্র বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে৷ ইংরেজি দৈনিক নিউ এইজ জানিয়েছে, ছয় মাসে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে নারী নির্যাতন৷ এরপর রয়েছে চুরির মত ঘটনা৷ এছাড়া এই সময়ে খুন হয়েছে প্রায় দুই হাজার এমন তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন৷

পাবনায় সমঝোতার চেষ্টা

ক্ষমতাসীন দলের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের সমঝোতার চেষ্টা চলছে, এই খবরটি আজ কালের কন্ঠ সহ প্রায় সব পত্রিকাতে গুরুত্ব পেয়েছে৷ জানা গেছে, সমঝোতার জন্য প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম সোমবার পাবনায় উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন৷ তবে তিনি পাবনায় সরকারি পরীক্ষা চলাকালে হামলার জন্য আওয়ামী লীগের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন৷ বরং এরজন্য তিনি সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ওপর দোষ চাপিয়েছেন৷ এদিকে গতকালই পাবনার একাধিক সরকারি কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলেও সংবাদপত্রগুলোর খবরে বলা হয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়