1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলার বাঘ’কে কুপোকাত করলো ‘লিটল মাস্টার’এর যাদু

২২ মার্চ ২০১০

মুম্বই’এর ব্রাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হলো সৌরভ’এর কলকাতা নাইট রাইডার্স এবং শচিন’এর মুম্বই ইন্ডিয়ানস৷ শেষ ম্যাচে হারের পর সৌরভ’এর দল মরিয়া হলেও, কিস্তি মাৎ করলো শচিন’এর দলই৷ নয় বল বাকি থাকতে তারা উড়িয়ে দিল প্রতিপক্ষকে৷

https://p.dw.com/p/MZDW
ফাইল ফটোছবি: UNI

আইপিএল'এর আজকের এই ম্যাচটি দুটি দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ৷ কলকাতা নাইট রাইডার্স প্রথম দুটি ম্যাচ জিতলেও, আগেরটি'তে হেরে এখন প্রায় তলানিতে পৌঁছেছে তাদের মনোবল৷ শুরুতেই ব্যাটিং'এ ঝড় তোলার জন্য তাই এবার সবাই তাকিয়ে আছে ক্রিস গেইল'এর দিকে৷ অথচ গত ম্যাচে হঠাৎ করে শরীর খারাপ করায়, শেষ মুহূর্তে দলের বাইরে চলে যেতে হয় গেইল'কে৷ ফলে চট-জলদি স্ট্র্যাটেজি বদলাতে বাধ্য হন সৌরভ৷

এরপর দলের কোচ হোয়াটমোর কলকাতা নাইট রাইডার্স'এর ব্যর্থতার জন্য ব্যাটিং বিপর্যয়কে প্রধান কারণ হিসেবে তুলে ধরলেও, অধিনানায়ক গাঙ্গুলি মনে করেন তাদের আরও বেশি করে ফিল্ডিং ও বোলিং'এর দিকে নজর দিতে হবে৷ এদিকে, এ পরিস্থিতিতে দলকে বেশ কিছু বার্তা পাঠান মালিক শাহরুখ খান৷ জানান যে, আমেদাবাদ ম্যাচে নাইট বাহিনী খুবই নিস্তেজ ছিল৷ তাই এবার এই ঝিমুনি ভাব কাটিয়ে উঠতে হবে৷ শরীরের ভাষায় আনতে হবে আরও আক্রমণাত্মক ভাব৷

অবশ্য অতীতের বিভিন্ন ঘটনার পর্যালোচনা করলে দেখা যাবে যে, চাপের মুখেই তাঁর সেরা খেলাটা খেলে বেরিয়ে এসেছেন সৌরভ৷ সুতরাং আজ নাইট রাইডার্সকে হারের হাত থেকে বাঁচাতে গেলে, গেইল'এর পাশাপাশি সৌরভ'এর ব্যাটও হতে হবে চওড়া৷ তা নাহলে আবারো যে সমালোচনার মুখে পড়বে ‘বাংলার বাঘ'৷

প্রতিবেদক: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক