বাংলা অনুষ্ঠানের ৩৫ বছর | পাঠক ভাবনা | DW | 04.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলা অনুষ্ঠানের ৩৫ বছর

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আমরা গত ২৮শে মে বিরাট কর্মসূচি গ্রহণ করেছিলাম৷ সেমিনার, ব়্যালি এবং ছোট বাচ্চাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে সেখানে৷ এবং ...

ব়্যালি নিয়ে প্রদক্ষিণ করা হয়েছে ঝিনাইদহ শহর৷ ডয়চে ভেলের এফএম ব্যান্ডের অনুষ্ঠানকে আরো জনপ্রিয় করার জন্যই এই আয়োজন৷ এতে ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়ে মতবিনিময় করা হয়৷ বাংলা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জাতীয় সঙ্গীত গেয়ে কেক কাটা হয়৷ সেখানে বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র এমএ মালেক৷ উপস্হিত ছিলেন প্রফেসর আবদুল মতিন, প্রফেসর এনএম শাহ জালাল এবং দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক প্রিন্সিপাল আমিনুর রহমান টুকু৷ তাছাড়াও উপস্হিত ছিলেন অসংখ্য শ্রোতাবন্ধু৷ সেদিনের তোলা কিছু ছবি পাঠানো হলো৷শুভেচ্ছাসহ, এমবি জামান সিদ্দিকী, চেয়ারম্যান ফেডারেশন অব ডয়চে ভেলে লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স ক্লাব অব বাংলাদেশ৷

ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনাটা আমোদের প্রাত্যহিক কাজের এক অপরিহার্য অঙ্গ হয়ে পড়েছে৷ চমৎকার আর মনমাতানো পরিবেশনার সঙ্গে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠানকে পরিণত করেছে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্ভার এবং জ্ঞানভান্ডার হিসাবে৷ শর্টওয়েভ, ইন্টারনেট আর সম্প্রতি যুক্ত হওয়া এফএম সম্প্রচার ডয়চে ভেলে’কে তথ্যমাধ্যমের এক অনুপম স্বাতন্ত্রতা দান করেছে৷ ডয়চে ভেলে’র যৌবনদীপ্ত এমন দিনগুলোর সঙ্গী হতে পেরে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি৷ তাই ডয়চে ভেলে’র প্রচার ও প্রসারে ভূমিকা রাখা নিজেদের এক নৈতিক দায়িত্ব বলেই মনে করি৷ নিজের এলাকায় এবং দেশের অন্যান্য স্থানে ডয়চে ভেলে’র শ্রোতা বৃদ্ধিতে আমরা নিরন্তর পরিশ্রম করছি৷ আশা করছি, ডয়চে ভেলে আমাদের এ শ্রমের সুফল লাভ করবে৷ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে জুন মাসের বিশেষ কুইজের বাইরে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করার বিনীত অনুরোধ করছি৷ শুভেচ্ছান্তে, আশরাফুল ইসলাম, অন্বেষা বেতার শ্রোতা সংঘ, জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জ-২৩৯০, বাংলাদেশ৷

ডয়চে ভেলের সকলে আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলের প্রতিদিনের ইন্টারনেট কুইজ ‘ছবি খুঁজুন পুরস্কার জিতুন’ বিভাগে আমি এই প্রথমবারের মতো গত এপ্রিল-এ বিজয়ী হয়েছিলাম৷ আমার তখন যে কি আনন্দ লাগছিলো, তা বলে বোঝাতে পারবোনা৷ বিজয়ীদের তালিকায় আমার নাম দেখতে পেয়ে প্রথমে আমার বিশ্বাস-ই হচ্ছিলোনা যে আমি পুরস্কার পেয়েছি ! পুরস্কার হিসেবে আপনাদের পাঠানো একটি প্যাড, ৫টি কলম পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি৷ শাওন খান, পাসওয়ার্ড রেডিও ফ্যান ক্লাব অব বাহরাইন, খুহেজি হোম ফার্নিচার, বিল্ডিং ১২৯০, ব্লক ৬৪৬, রোড ৩১, নওয়াইদরাত, আলফাজিলা প্লাজা কমপ্লেক্স, পোষ্টবক্স ৩৩১৩৮, বাহরাইন৷

এ সপ্তাহের পশ্চিমের জানালায় জার্মান প্রেসিডেন্ট হর্স্ট ক্যোলারের পদত্যাগ ও তাঁর জীবনী তুলে ধরায় আমরা তাঁর সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ আমরা আশা করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং বিশ্বের বিভিন্ন দেশে এ ধরণের পদত্যাগকারীদের পথ অনুসরণ করবে৷ কারণ বাংলাদেশে আমরা দেখে আসছি , যে কোন ইস্যুতে বড় দুটি দল বার বার হরতাল দিয়ে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে৷ অথচ একটু সচেতন হলেই, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা যায়৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইবো শ্রোতাসংঘ, আমলা, কুষ্টিয়া, বাংলাদেশ৷

হর্স্ট ক্যোলারের উত্তরসূরীর খোঁজ, ইসরাইল প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ, ভারতে গর্ভভাড়া বিতর্ক নিয়ে গতকাল রাতের অনুষ্ঠান ছিলো একেবারে টাটকা, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ৷ ফিচার পর্বে নিরপেক্ষ সংবাদ, আরডি নিয়ে পশ্চিমের জানালা আর ছাত্রদের বাড়ি দখল নিয়ে এই প্রজন্ম এবং খেলার খবর ছিলো অসাধারণ৷ চৈতালী সরকার ও ডাক্তার সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও