1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারী

২০ ফেব্রুয়ারি ২০১০

রাঙামাটির বাঘাইছড়িতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে৷ বাঘাইছড়ির গঙ্গারাম মুখ ও বাঘাইহাটের একটি গ্রামে শুক্রবার সকালে, আদিবাসী ও বাঙালীদের মধ্যে সংঘর্ষ হয়৷ সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্র ব্যবহার হয়৷

https://p.dw.com/p/M6cu
পাহাড়ে শান্তি নষ্ট করতেই এসব ঘটনা ঘটাচ্ছে বলে সন্দেহছবি: DW / Golam Mustofa Sarowar

সংঘর্ষে এক সেনা কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘর-বাড়ি ও দোকানপাট৷ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হুমায়ুন কবির জানান, পরিস্থিতি দেখতে গিয়ে তারা গোলা-গুলির মধ্যে পড়েন৷

এদিকে, সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউলকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা৷ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জরনারেল সালেহীন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী মহল পাহাড়ে শান্তি নষ্ট করতে এসব ঘটনা ঘটাচ্ছে বলে তাদের সন্দেহ৷

বাঘাইছড়ি ভূমিরক্ষা কমিটির সাবেক নেত্রী নিরুপমা চাকমা দাবী করেছেন যে, সংঘর্ষে আদিবাসীদের দু‘শ ঘর পুড়ে গেছে৷ এছাড়া তিনি ৩ জন নিহত হয়েছে দাবী করেলেও, প্রশাসন তা স্বীকার করেনি৷ আর নিরুপমাও দাবীর পক্ষে কোন প্রমান তুলে ধরতে পারেননি৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : দেবারতি গুহ