1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঙালি কোচের টিম এগিয়ে গেল বুন্ডেসলিগায়

১৮ সেপ্টেম্বর ২০১০

৪টি খেলায় ৩টিতেই জয়! এফ সি ফ্রাইবুর্গ ক্লাবের ইতিহাসে এর আগে এত বড় সাফল্য আসে নি৷ শুক্রবার আইনত্রাখট ফ্রাঙ্কফুর্টকে ১-০ গোলে হারিয়ে বুন্ডেসলিগার এবারের মরসুমে পাকা জায়গা করে নিল রবিন দত্তর দল৷

https://p.dw.com/p/PFKD
সফল কোচ রবিন দত্তছবি: AP

হ্যাঁ, ঠিকই বলছি৷ নাম রবিন দত্ত৷ বাবা বাঙালি, মা জার্মান৷ বর্তমানে এফ সি ফ্রাইবুর্গ ক্লাবের কোচ৷ তাঁরই টিম বুন্ডেসলিগার এবারের মরসুমে তাক লাগিয়ে দিচ্ছে৷ শুক্রবারের খেলায় অবশ্য জয় অর্জন করতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে৷ ৮৯ মিনিটের মাঠে খেলার একমাত্র গোলটি করেন ইয়ান রোসেনটাল৷ তাঁকে সবে মূল টিমে জায়গা দিয়ে কোচ যে ভুল করেন নি, তা প্রমাণ হয়ে গেল৷ রবিন দত্ত বলেন, ‘‘আমরা প্রতিপক্ষের মাঠে খেলতে এসেও যথেষ্ট পরিণত খেলা দেখিয়েছি৷ ফলে জয় আমাদের প্রাপ্য ছিল না, একথা বলা যায় না৷'' ফ্রাঙ্কফুর্টের কোচও ফ্রাইবুর্গ দলের খেলার প্রশংসা করেছেন৷

1. Bundesliga 4. Spieltag Eintracht Frankfurt - SC Freiburg am Freitag
সব বাধা অতিক্রম করে গোল করেন ইয়ান রোসেনটাল (সামনে)ছবি: picture-alliance/dpa

সবে বুন্ডেসলিগার প্রথম ডিভিশনে পৌঁছেই পয়েন্টের বিচারে বড় বড় দলকে পেছনে ফেলে দিয়েছে ফ্রাইবুর্গ৷ ইতিমধ্যেই ৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকার প্রথম দিকেই চলে এসেছে এই দল৷ অন্যদিকে ফ্রাঙ্কফুর্টের অবস্থা করুন৷ ৪টি ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে তারা৷ তার উপর নিজেদের মাঠে এমন পরাজয় তাদের পক্ষে হজম করা কঠিন৷

খেলোয়াড় হিসেবে তেমন নাম করতে না পারলেও কোচ হিসেবে রবিন দত্তর সাফল্য সবার নজর কেড়েছে৷ ক্লাবকে বুন্ডেসলিগার প্রথম ডিভিশনে পৌঁছানোর কৃতিত্বের একটা বড় অংশ তাঁরই প্রাপ্য৷ যে ক্লাবেরই দায়িত্ব নিয়েছেন, তাদের সাফল্য কেউ আটকাতে পারে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই