1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট আর বিশ্বকাপ নিয়ে পত্রিকার প্রথম পাতা

১১ জুন ২০১০

বাংলাদেশের সংসদে কাল পেশ করা হলো ২০১০-১১ অর্থবছরের বাজেট৷ তাই স্বাভাবিক কারণেই এই বিষয়টি আজ প্রায় সব পত্রিকার প্রথম পাতা দখল করে থাকার কথা৷ তবে এর মাঝেও অনেক পত্রিকার প্রথম পাতায় জায়গা করে নিয়েছে বিশ্বকাপের খবর৷

https://p.dw.com/p/Nnur
অর্থমন্ত্রীছবি: DW/Kumar Dey

বাজেট নিয়ে পত্রিকাগুলোর বিশ্লেষণ

এ বিষয়ে একটা ধারণা পাওয়ার জন্য শ্রোতাবন্ধুদের কয়েকটি পত্রিকার শিরোনাম জানিয়ে দিচ্ছি৷ যেমন প্রথম আলো'র শিরোনাম ‘মানুষের ওপর চাপ বাড়বে'৷ বোঝা যাচ্ছে নতুন করে চাপানো কর'এর দিকে ইঙ্গিত দিচ্ছে পত্রিকাটি৷ সমকালের শিরোনাম ‘শিল্প ও পল্লীবান্ধব বাজেট'৷ কালের কন্ঠের শিরোনাম ‘করের নতুন জাল বিছানো বাজেট'৷ বিডিনিউজ২৪ ডট কম-এর শিরোনাম ‘বিদ্যুত সঙ্কট সামলানো লক্ষ্য, বাড়ছে করজাল'৷ ইত্তেফাকের শিরোনাম ‘রূপকল্প নিয়ে এগিয়ে চলার বাজেট'৷ অর্থাৎ মহাজোট সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এই বাজেট বলে মন্তব্য করেছে পত্রিকাটি৷ আর ডেইলি স্টারের শিরোনাম ‘বড় বাজেট, অল্প কিছু নতুন পরিকল্পনা'৷ সুতরাং দেখা যাচ্ছে যে, নতুন করের বিষয়টি বেশিরভাগ পত্রিকা সামনে নিয়ে এসেছে৷ গ্রাফের মাধ্যমে যতটা সম্ভব সহজ করে বাজেটের মতো জটিল বিষয়টি পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছে কয়েকটি পত্রিকা৷

বিশেষজ্ঞ মতামত

বিডিনিউজ২৪ ডট কম মন্তব্য ছেপেছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান-এর৷ বাজেটে নতুন কিছু নেই বলে মন্তব্য করেন তিনি৷ এবারও বিদ্যুত খাতে বেসরকারি বিনিয়োগের উপর নির্ভর করায় গত বছরের মতো এক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা কম বলে জানান তিনি৷ এদিকে বাজেটের আকার বড় হওয়ায় এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ৷ কালের কন্ঠ অধ্যাপক মোজাফফর আহমদের বাজেট বিশ্লেষণ ছেপেছে৷ সেখানে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য প্রকৃত মঙ্গলজনক বাজেটের প্রত্যাশা পূরণ এবারও হলো না৷ বড় অঙ্কের বাজেট শুধু শোভা বর্ধন করবে বলে মনে করেন তিনি৷ এদিকে তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাজেটের আকারের সঙ্গে একমত পোষণ করেছেন৷ তবে এডিপি বাস্তবায়নে প্রশাসনকে কার্যকর করার ওপর জোর দিতে বলেন তিনি৷ আর সমকাল জানাচ্ছে যে, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও শিল্পবান্ধব বলে অভিহিত করেছেন৷ তারা অবকাঠামো ফান্ড গঠন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নসহ দেশীয় শিল্প খাতের উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়াকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন৷

বিশ্বকাপের খবর

অন্যান্য বছরে যেখানে পত্রিকার প্রথম পাতায় বাজেট ছাড়া কিছু থাকে না সেখানে এবার বিশ্বকাপের খবর ছোট করে হলেও ঠাঁই করে নিয়েছে৷ মূলত আজ যে বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে সেটা নিয়েই খবর ছাপা হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী