1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজে খেলল বায়ার্ন, উজ্জ্বল কিন্তু ফ্রাঙ্কফুর্ট

১২ সেপ্টেম্বর ২০১০

বুন্দেসলিগায় শনিবার হতাশ করল বায়ার্ন৷ ব্রেমেনের সঙ্গে বায়ার্নের সারাক্ষণ বিরক্তিকর খেলা শেষ হল গোলশূণ্য ড্র-তে৷ তবে ১৬ বছর পর ফ্রাঙ্কফুর্টের প্রতিশোধ বিজয় ছিল দেখার মত খেলা৷

https://p.dw.com/p/PA0Q
ম্যুলারের হতাশাই বলে দিচ্ছে বায়ার্ন কেমন খেলেছেছবি: AP

বুন্দেসলিগায় শনিবারের শেষ খেলায় মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ বনাম ভের্ডা ব্রেমেন৷ গত মরশুমে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন দলের খেলার থেকে বহু কিছু প্রত্যাশা ছিল সমর্থকদের৷ বায়ার্ন মানেই ভালো ফুটবল এই সংজ্ঞাটাও শনিবার একটু ধাক্বা খেয়ে গেছে৷ কারণ গোটা ম্যাচটাই ছিল চরম বিরক্তিকর৷ পুরো নব্বই মিনিট ধরে৷ বায়ার্নের খেলার কোথাও কোন উদ্যমও চোখে পড়েনি৷ পক্ষান্তরে ব্রেমেনের তরফে একদিকে লাভই হল কারণ ড্রয়ের ফলে এক পয়েন্ট পেয়ে গিয়ে তারা তালিকার ১০ নম্বর জায়গায় পৌঁছে গেছে৷ বায়ার্ন কিন্তু এই ম্যাচটা ড্র করায় তাদের অবস্থান হল এগারতে৷

তবে শনিবার দুপুরের খেলায় দীর্ঘ ১৬ বছর পর দারুণ খেল দেখালো ফ্রাঙ্কফুর্ট৷ অ্যাওয়ে ম্যাচে ম্যুনশেনগ্লাডবাখকে ৪-০ হারিয়েছে ফ্রাঙ্কফুর্ট৷ দীর্ঘ ষোলো বছর আগের এই একই ফলাফলে হারার প্রতিশোধ৷

অন্যান্য খেলায় এদিন বায়ার লেভারকুজেন ২-২ ড্র করেছে হানোভারের সঙ্গে৷ আর ভুল্ফসবুর্গকে ২-০ তে হারিয়েছে ডর্টমুন্ড, স্টুটগার্ট হেরেছে ফ্রাইবুর্গের বিরুদ্ধে, ফলাফল ২-১ আর হামবুর্গ বনাম ন্যুরেনবার্গের খেলার ফলাফল হয়েছে ১-১৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক