1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাদ দুঙ্গা, ‘হেরোদের বাপ’ মেলো

৫ জুলাই ২০১০

হল্যান্ডের কাছে পরাজয়ের পর রবিবার দেশে ফেরে ব্রাজিলের জাতীয় দল৷ ব্যাপক গালমন্দ আর দুয়োধ্বনী দিয়ে তাদেরকে স্বাগত জানায় ভক্তরা৷ ফিলিপে মেলোকে ‘হেরোদের বাপ’ আখ্যা দেন তারা৷

https://p.dw.com/p/OAdf
দুঙ্গাছবি: AP

তবে ভক্তদের চেয়েও খানিকটা এগিয়ে ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ৷ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ২০০৬ সালে নতুন কর্মপন্থা শুরু হয়েছিল৷ কিন্তু এবার বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ায় সেই পন্থা এখানেই শেষ হচ্ছে৷

বিবৃতিতে জানানো হয়েছে, সিবিএফ ব্রাজিলের বর্তমান কোচকে বরখাস্তের ঘোষণা দিচ্ছে৷ জুলাইয়ের শেষ নাগাদ নতুন কোচের নাম ঘোষণা করা হবে৷

৪৬ বছর বয়সী দুঙ্গা ২০০৬ সালে ব্রাজিলের জাতীয় দলের কোচের দায়িত্ব পান৷ এবার বিশ্বকাপে হল্যান্ডের কাছে হারার পর পরই অবশ্য তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন৷ তবে, গতকাল দেশে ফিরে দুঙ্গা কিছুদিন সময় চেয়েছিলেন৷ এমনকি কয়েকদিনের মধ্যে সিবিএফ সভাপতির সঙ্গে বৈঠকেরও কথা ছিল তাঁর৷ কিন্তু এসব বাদ দিয়ে দ্রুতই দুঙ্গাকে সরিয়ে দিল ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রকরা৷

Flash-Galerie WM 2010 Brasilien Niederlande
ভক্তরাও লাল কার্ড দেখিয়েছে মেলোকেছবি: AP

এদিকে, দুঙ্গার জায়গায় কে আসীন হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা৷ এখন পর্যন্ত যাঁর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি লুই ফিলিপে স্কলারি৷ ২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কোচ ছিলেন তিনি৷ বর্তমানে কাজ করছেন সাও পাওলোর ফুটবল ক্লাব পামেইরাসের হয়ে৷

স্কলারি অবশ্য জানিয়েছেন, ২০১২ সালের আগে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে৷ কেননা, সেই সময় পর্যন্ত তিনি পামেইরাসের সঙ্গে চুক্তিবদ্ধ৷

তবে, কোচিং ক্যারিয়ার ব্রাজিল জাতীয় দলের সঙ্গে থেকেই শেষ করতে আগ্রহী স্কলারি৷ এখন প্রশ্ন হচ্ছে সিএফবি তাঁর জন্য ২০১২ সাল পর্যন্ত অপেক্ষা করবে কিনা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়