1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাদ পড়লেন বালাক

২৭ আগস্ট ২০১০

আগামী মাসের ইউরো ২০১২-র বাছাই পর্ব থেকে জার্মান দলের ক্যাপ্টেন মিশায়েল বালাক'কে বাদ দিয়েছেন কোচ ইওয়াখিম ল্যোভ৷

https://p.dw.com/p/Oxgb
ফিরেও ফিরছেন না বালাকছবি: AP

আগামী ৩রা সেপ্টেম্বর বেলজিয়ামের বিরুদ্ধে ব্রাসেলসে অনুষ্ঠেয় ম্যাচ এবং তার চারদিন পরে আজেরবাইজানের বিরুদ্ধে কোলোনে অনুষ্ঠেয় ম্যাচে জার্মান দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার৷ তাতে ল্যোভের বাহিনী থেকে ৩৩ বছর বয়সের মধ্যমাঠের খেলোয়াড় বালাকের নাম বাদ পড়েছে৷

Joachim Löw und Michael Ballack
ল্যোভ ও বালাক – ২০০৮ সালেছবি: AP

গত মে মাসে হাঁটুর ইনজুরির পর বালাক ফিটনেস ফিরিয়ে আনতে এখনও কাজ করে যাচ্ছেন৷ আর এই ইনজুরির কারণেই বালাক গত মাসের বিশ্বকাপে খেলতে পারেননি৷ কোচ ইওয়াখিম ল্যোভ এক বিবৃতিতে বলেছেন, ইনজুরির পর মিশায়েল ঠিক পথেই এগোচ্ছেন৷ সবাই তাঁর এই উন্নতির ফলে সন্তুষ্ট৷ ল্যোভ চান, লেভারকুজেনেই তিনি তাঁর সেরা ফর্মটি ফিরে পান৷ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্র অনুযায়ী ল্যোভ তাঁর এই সিদ্ধান্তের কথা টেলিফোনে বালাককে জানিয়েছেন৷

বালাকের অনুপস্থিতিতে ফিলিপ লামই দলের ক্যাপ্টেন থাকবেন বলে ধারণা করা হচ্ছে৷ বিশ্বকাপে লামের নেতৃত্বেই জার্মানির স্থান ছিল তৃতীয়৷ চ্যাম্পিয়ন্স লিগে চেলসির হয়ে খেলার ৪ বছর পর বালাক আবার বুন্ডেসলিগায় খেলতে শুরু করেছেন৷ রবিবার তিনি লেভারকুজেনের হয়ে মাঠে নামেন৷ তাঁকে দেখতে মাঠে উপস্থিত ছিলেন ল্যোভ৷ ইনজুরির পর বালাক প্রশিক্ষণে ফিরে আসেন অগাস্টে এবং খেলছেন শুধু বুন্ডেসলিগা ইউরোপা লীগ ম্যাচে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন