1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বান্ধবীর হাত ধরে অবৈধ বাণিজ্যে বিমানবালা

৪ অক্টোবর ২০১০

চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে৷ রয়েছে ভারতে জমাজমাট কমনওয়েলথ গেমসের উদ্বোধনের খবর৷ আর শিক্ষার্থী নির্যাতন নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন৷

https://p.dw.com/p/PTWV
কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক হন তুতুল (ফাইল ফটো)ছবি: AP

বাবর শ্যোন অ্যারেস্ট

‘বাবর শ্যোন অ্যারেস্ট: দশ দিনের রিমান্ডের আবেদন সিআইডির' - দৈনিক যুগান্তরের শিরোনাম এটি৷ চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে৷ ২০০৪ সালে পয়লা এপ্রিল চট্টগ্রামে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়৷ এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাবরের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে নানা আলোচনা শোনা গেছে বিভিন্ন সময়৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘বাবর শ্যোন অ্যারেস্ট, ফেঁসে যাচ্ছেন নিজামী ও ফারুক'৷ এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক এবং তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকেও জিজ্ঞাসাবাদ করতে পারে গোয়েন্দা সংস্থা৷

কমনওয়েলথ গেমস

দৈনিক কালের কন্ঠের শিরোনাম, ‘‘ইনক্রেডিবল ইন্ডিয়া' শ্লোগানে শুরু কমনওয়েলথ গেমস''৷ নতুন দিল্লীতে যৌথভাবে এই গেমসের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এবং ইংল্যান্ডের যুবরাজ চার্লস৷ এবারের আসরে ৭১টি দেশের প্রায় ছ'হাজার ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘পর্দা উঠলো কমনওয়েলথ গেমসের'৷ বলাবাহুল্য এই গেমস শুরুর আগে আয়োজনের নানা দিক নিয়ে বেশ সমালোচনায় পড়ে ভারত৷

শিশু অধিকার

‘শিশু অধিকার সপ্তাহ শুরু, শিক্ষার্থী নির্যাতন নিষিদ্ধ হলেও চিত্র পাল্টায়নি' - দৈনিক প্রথম আলোর মূল শিরোনাম এটি৷ শিক্ষার্থী নির্যাতন রোধে উচ্চ আদালত ও সরকারের সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নেয়ার পরও পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না৷ বরং শিক্ষার্থীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেয়ার মতো ঘটনা প্রায়ই ঘটছে৷

বিমানবালার বয়ান

দৈনিক কালের কন্ঠের শিরোনাম, ‘তুতুলের দাবি, বান্ধবীর হাত ধরেই এপথে আসা'৷ দিনকয়েক আগে ঢাকা বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ আটক হন বিমানবালা কামরুন্নার তুতুল৷ এরপর রিমান্ডে জিজ্ঞাসাবাদে মুদ্রা পাচারের সঙ্গে আরো কয়েকজন জড়িত বলে জানান তিনি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম