1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বান্ধবী সুনন্দার সাথে শশী থারুরের বিয়ে

২২ আগস্ট ২০১০

বান্ধবী সুনন্দা পুস্করকে শশী থারুর বিয়ে করলেন৷ বিয়ে হলো একান্তই খুব কাছের আত্মীয় স্বজনের উপস্থিতিতে৷ কেরালার পৈত্রিক বাড়িতে সম্পন্ন হয় বিয়ের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা৷

https://p.dw.com/p/OtXd
ক্রিকেট-কেলেঙ্কারীর জের ধরে উপ-পররাষ্ট্র মন্ত্রীর পদ খোয়াতে হয় শশীকেছবি: UNI

বান্ধবী সুনন্দা এবং শশীর সম্পর্ক নিয়ে বেশ জল্পনা-কল্পনার অবসান ঘটালো এই বিয়ে৷ কারণ ইতিমধ্যেই একটি ক্রিকেট দলের মালিকানা নিয়ে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের এই বিখ্যাত যুগলকে৷ এমনকি শেষ পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ পদটি থেকেও বিদায় নিতে হয়েছিল শশীকে৷ বিনয়ী এবং খোশমেজাজি শশী প্রায় তিন দশক ধরে জাতিসংঘের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷ তবে শেষ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব পদের জন্য লড়াইয়ে হেরে ২০০৭ সালে জাতিসংঘ ছেড়ে আসেন শশী৷

Indien Kandidat Shashi Tharoor
সাংসদ হিসেবে নিজের নির্বাচনী কেন্দ্রে বেশ জনপ্রিয় শশী থারুরছবি: UNI

২০০৯ সালে নির্বাচিত হন ভারতীয় সাংসদ৷ তাঁকে দেওয়া হয় ভারতের উপ-পররাষ্ট্র মন্ত্রীর পদ৷ তবে সেই পদে বহাল ছিলেন প্রায় এক বছর৷ এরপরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ – আইপিএল'এর একটি ক্রিকেট দলে বান্ধবী সুনন্দাকে অবৈধভাবে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে শশীর বিরুদ্ধে৷ বান্ধবী সুনন্দাকে বিনা পয়সায় একটি দলের আংশিক সত্ত্ব পাইয়ে দেওয়ার খবরটি প্রকাশিত হয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটারে৷

আর তা করেছিলেন আইপিএল প্রধান ললিত মোদি৷ তবে এই ঘটনা নাড়া দেয় গোটা আইপিএল এর অর্থনৈতিক ব্যবস্থাকেই৷ এমনকি আইপিএল এর সাথে সংশ্লিষ্ট আয়-ব্যয়ের কাগজ-পত্র খতিয়ে দেখার উদ্যোগ নেয় সরকার৷ আর তাতে ফেঁসে যান ললিত মোদি নিজেও৷ আইপিএল নিয়ে দুর্নীতি, অনিয়ম আর অর্থনৈতিক তছরুপের দায়ে সাময়িকভাবে বরখাস্ত হন মোদি৷ যাহোক, শশী এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন৷ তবে সরকারের জন্য যে কোন বিব্রতকর পরিস্থিতি এড়াতেই পদত্যাগ করেছিলেন শশী৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন