1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবরি মসজিদকে নিয়ে রায়ে মিশ্র প্রতিক্রিয়া

১ অক্টোবর ২০১০

ভারতের বাবরি মসজিদ এলাকার বিরোধপূর্ণ জমি নিয়ে রায় দিলেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ৷ আদালতের রায় অনুযায়ী, বিতর্কিত জমি ভাগ করা হবে তিনভাগে৷ এই রায় নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া৷

https://p.dw.com/p/PRgp
ভারতজুড়ে কড়া নিরাপত্তাছবি: UNI

৬১ বছরের বিরোধ

৬১ বছর ধরে চলছিল বিরোধ৷ হিন্দুদের দাবি অযোধ্যার বাবরি মসজিদ প্রাঙ্গনেই বহু আগে জন্ম হয় রাম-এর৷ তাই সেখানে থাকবে মন্দির৷ অন্যদিকে, বাবরি মসজিদের কারণে মুসলমানদের কাছে সে জায়গার গুরুত্ব ভিন্ন৷ এই মসজিদ-মন্দির নিয়ে সৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গায় ১৯৯২ সালে প্রাণ হারায় দু'হাজার মানুষ৷ বৃহস্পতিবার বাবরি মসজিদ এলাকার সেই বিরোধপূর্ণ জমি নিয়ে রায় দিয়েছেন আদালত৷

বিতর্কিত জমি তিনভাগ

বর্তমান রায়ে বিতর্কিত জমিকে তিনভাগে ভাগ করার কথা বলা হয়েছে৷ এর এক-তৃতীয়াংশ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড, অন্যদিকে বাকি দু'অংশের মালিক রামলালা গোষ্ঠী, হিন্দু মহাসভা ইত্যাদি হিন্দু সংগঠন, এবং নির্মোহী আখড়া৷ তবে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে হিন্দু-মুসলমান দু'পক্ষই৷

মিশ্র প্রতিক্রিয়া

রায় নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বিশেষজ্ঞরাও৷ বিশিষ্ট আইনজ্ঞ রাজীব ধাওয়ান এর মতে, জমি যদি ভাগ করতে হয় তাহলে প্রথমেই ঠিক করতে হবে, যে জমিটা আসলে কার৷ আমার মতে, আদালত এই রায়ে যা করেছেন, তা হওয়া উচিত ছিল না, কারণ জমির মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের কোন উত্তর দেয়া হয়নি৷

তবে ভারতীয় বিজেপি পার্টি'র নেতা লাল কৃষ্ণ আদভানি আদালতের এই রায়কে সমর্থন জানিয়েছেন৷ তাঁর মতে, এই রায় অযোধ্যার রাম জন্মস্থানে একটি বড় মন্দির নির্মাণের পক্ষে৷ তিনি বলেন, আদালতের রায় হিন্দুদের অধিকারকে সমর্থন করেছে৷ এখন আমরা রামের জন্মস্থানে বড় মন্দির বানানোর দিকে এগোতে পারবো৷

হতাশ মুসলিম সম্প্রদায়

এদিকে, মুসলমান সম্প্রদায় আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে৷ বিশেষ করে আদালতের রায়ে, বাবরি মসজিদের সঙ্গে বাবরের সম্পৃক্ততাকে স্বীকার করা হয়নি বলে মত মুসলিম নেতাদের৷ হায়দ্রাবাদের মুসলিম নেতা আসাদউদ্দিন ওডেসি এই প্রসঙ্গে বলেন, মুসলিম সম্প্রদায় এই রায়ে হতাশ৷ আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করব৷

উল্লেখ্য, এই রায়কে কেন্দ্র করে ভারতজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়৷ সেদেশের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং রায় ঘোষণার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷ তবে, রায় ঘোষণার পর ভারতে কোন ধরণের সংহিসতার তথ্য পাওয়া যায়নি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী