1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবা হলেন রোনাল্ডো, সন্তানের মা অজ্ঞাত!

৫ জুলাই ২০১০

চমকে যাবেন না দয়া করে৷ আকাশ থেকে পড়ারও কোন কারণ নেই৷ বিশ্বকাপে ব্যর্থ ক্রিশ্চিয়ান রোনাল্ডো নিজেই জানিয়েছেন এই খবর৷ সম্প্রতি পুত্র সন্তানের পিতা হয়েছেন তিনি৷

https://p.dw.com/p/OAdg
রোনাল্ডোর প্রতি সুন্দরীদের আগ্রহ বড় বেশি ... (ফাইল ফটো)ছবি: AP

রবিবার ফেসবুকে রোনাল্ডো লিখেছেন, ‘গভীর আনন্দ এবং আবেগের সঙ্গে সবাইকে জানাতে চাই, আমি পুত্র সন্তানের পিতা হয়েছি'৷

জানতে চাইবেন না সন্তানের মা কে? রোনাল্ডো নিজেই জানাচ্ছেন, ‘আমার সন্তানের মা নিজেকে গোপন রাখতে চায়৷ তাই, এই সন্তানের সর্বেসর্বা অভিভাবক আমি নিজেই৷'

রিয়াল মাদ্রিদের এই ফুটবল তারকা সন্তানের সম্পর্কে এরচেয়ে বেশি তথ্য জানাতে রাজি নন৷ একইসঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সংবাদমাধ্যমের সহায়তা কামনা করেছেন৷

তবে সংবাদমাধ্যম তো আর বসে নেই৷ গোপনীয়তা রক্ষার পরেও যা খবর, তাতে জুনিয়র রোনাল্ডোর মা সম্ভবত মার্কিনি৷ এবং সন্তানের জন্ম জুন মাসে৷ সেই সন্তানকে পর্তুগালে আনার জন্য কাগজ পত্র নিয়ে দৌড়াচ্ছেন রোনাল্ডোর মা ডলোরেস এবং বোন এলমা৷

Cristiano Ronaldo Madrid Giorgio Armani Flash-Galerie
ক্রিশ্চিয়ান রোনাল্ডোছবি: AP

লন্ডনের দ্যা সান এগিয়েছে আরো খানিকটা, রোনাল্ডোর বান্ধবীদের নানা বয়ানসহ প্রকাশিত রিপোর্টে ইঙ্গিত করা হচ্ছে এক মার্কিন মডেলের দিকে৷ জড়ানো হচ্ছে এক নামী মার্কিন তারকাকেও৷ এমনকি দ্যা সান প্রকাশ করেছে এক নারীর সঙ্গে রোনাল্ডোর ঘনিষ্ঠ ছবি৷ গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে হলিডে কাটিয়েছেন তিনি৷ সেসময় এদের সবাইকেই কম বেশি সময় দিয়েছিলেন রোনাল্ডো৷

ভুলে যাবেন না যে, ২৫ বছর বয়সী রোনাল্ডো বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু প্রতিবেশী স্পেনের কাছে হেরে বিশ্বকাপের মাঝপথেই বিদায় নিয়েছে তাঁর দেশ৷ আর এই বিশ্বকাপে রোনাল্ডোকে একবারও জ্বলে উঠতে দেখা যায় নি৷ খেলার মাঠে ব্যর্থতাই সুপার ডুপার স্টারের সঙ্গী৷ কিন্তু, ব্যক্তিজীবনে?

সেখানে রোনাল্ডো এখন গর্বিত বাবা৷ বিশ্বকাপ দেশে না আসুক, সন্তান তো এসেছে! সেটাই বা কম কী?

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়