1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্থডে পার্টির নামে আবারো ধর্ষণ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৬ জুলাই ২০১৭

রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হওয়ার রেশ না কাটতেই ঢাকার ওই বনানী এলাকাতেই বার্থডে পার্টিতে দাওয়াত দেয়ার নামে আরেক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে আসামি এখনো আটক হয়নি৷

https://p.dw.com/p/2g1tZ
Indien Pakistan Symbolbild Vergewaltigung
ছবি: Getty Images

মামলার এজাহার অনুযায়ী, ধর্ষণের ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায়৷ তরুণী ঘটনার পর  বনানী থানায় হাজির হয়ে বাহাউদ্দিন ইভান নামে এক জনকে আসামি করে মামলা করেন৷ আসামির বাবা  শিল্পপতি বোরহান উদ্দিন৷ ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ তরুণী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং টিভি অভিনেত্রী বলে পুলিশকে জানিয়েছেন৷

থানা মামলা নিয়ে তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠায়৷ বৃহস্পতিবার পরীক্ষার পর ফরেনসিক চিকিৎসক ডা. সোহেল মাহমুদ জানান, ‘‘ভিকটিমকে ৪৮ ঘন্টার আগেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ আমরা ৩৬ ঘন্টার মধ্যে তার প্রয়োজনীয় পরীক্ষা করেছি৷ ধর্ষণের আলামত পাবো বলে আশা করি৷ তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে কয়েকদিন সময় লাগবে৷''

আমলাটি পুলিশের উইমেন অ্যান্ড ভিকটিম সাপোর্ট সেন্টার তদন্ত করবে৷ তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়নি৷ থানা পুলিশই এখনো তদন্ত অব্যাহত রেখেছে৷

আব্দুল মতিন

এজাহারে তরুণী অভিযোগ করেছেন, ১১ মাস আগে আসামি ইভানের সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয়৷ এরই সূত্র ধরে মঙ্গলবার রাত ৯টায় আসামি ওই তরুণীকে ফোন করে নিজের জন্মদিনের কথা জানিয়ে বাসায় আমন্ত্রণ জানান৷ ইভান ওই তরুণীকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলেন৷

এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে আসামির বাড়িতে পৌঁছান৷ এ সময় তিনি বাসায় কাউকে না দেখলে আসামির মায়ের কথা জানতে চান৷ জবাবে আসামি জানান, বাবা-মা অসুস্থ বলে ঘুমিয়ে পড়েছেন৷ সকালে তাঁদের সঙ্গে ওই তরুণীর পরিচয় করিয়ে দেওয়া হবে৷ তখন বাসায় জন্মদিনের উৎসবের কোনও ধরনের আয়োজন না দেখতে পেয়ে তরুণী বাসায় ফিরতে চান৷ কিন্তু তাঁকে বাধা দেন ইভান৷ পরে ওই তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়৷ রাত দেড়টার দিকে ধর্ষণের শিকার হন তরুণী৷ তিনি চিৎকার করলে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে বাড়ি থেকে বের করে দেয় ইভান৷

এজাহারে আরো অভিযোগ করা হয়েছে, পরিচয়ের পর এর আগেও ইভান বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে ওই তরুণীকে৷ কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতিও দেখিয়েছে৷ ধর্ষণের শিকার তরুণীর গোপন ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে সে৷

মাসুদুর রহমান

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘তরুণী ঘটনার পর বুধবার ভোররাতেই থানায় এসে অভিযোগ করেন৷ তাঁকে ধর্ষণের পর বাড়ি থেকে বাইরে বের করে দেয়া হয়৷ আমরা এখন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি৷ তার বনানীর বাসায় অভিযোগ পাওয়ার পরই তল্লাশি চালিয়েছি৷ তাকে পাওয়া যায়নি৷ ধারণা করছি, ঘটনার পরপরই আসামি পালিয়ে গেছে৷ তবে তাকে আটকের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে৷''

তিনি আরো বলেন, ‘‘ফরেনসিক পরীক্ষা ছাড়াও আমরা কিছু আলামত জব্দ করেছি৷ তবে তদন্তের স্বার্থে সেসব আলামত সম্পর্কে এখন বিস্তারিত বলা যাচ্ছে না৷''

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘অবশ্যই আসামি গ্রেপ্তার হবে৷ আর ফরেনসিক পরীক্ষার জন্য কোনো সময়ক্ষেপন করা হয়নি৷ আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ২৪ ঘন্টার মধ্যেই ভিকটিমকে মেডিকেলে পাঠিয়েছি৷''

প্রসঙ্গত, ওই বনানী এলকারই রেইনট্রি হোটেলে গত ২৮ মার্চ রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে দুই তরুণীকে আটকে রেখে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়৷ ওই ধর্ষণ মামলার আসামি সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদকে ব্যাপক প্রতিবাদের মুখে পুলিশ গ্রেপ্তার করে৷ এখন তারা কারাগারে আছে৷ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে৷ এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য