1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের ‘সিটি প্যালেস'

ক্রিস্টিয়ান প্রিসেলিউস/এসি১৮ ফেব্রুয়ারি ২০১৬

আজও প্রাসাদ তৈরি হয়: ভিতরের খাঁচাটা হয়ত কংক্রিটের; বাইরেটা চুনাপাথরে মোড়া, সুন্দর খোদাই করা পাথরের থাম ও খিলান৷ যেমন ধরুন বার্লিনের সিটি প্যালেস৷

https://p.dw.com/p/1Hwoa
09.12.2015 DW Made in Germany Steinbildhauer
ছবি: DW

জার্মান মহানগরীর ‘নগর প্রসাদ’

বার্লিন প্রাসাদের তোরণের স্তম্ভগুলির পায়া থেকে শুরু করে বাকিটা তৈরি হয় স্যাক্সনির এক কারখানায়৷ সেখানে কাজ করেন ২০ জন পাথর কাটার মিস্ত্রি আর ভাস্কর৷ বার্লিন প্রাসাদের জন্য শত শত পাথরের ব্লক আনা হয়েছে৷

প্রাসাদটির সামনের দিকে কোন পাথর কোথায় বসবে, তা আগেই ঠিক করা আছে৷ সেজন্য দেওয়ালে প্রাসাদের ব্লুপ্রিন্ট ঝুলছে৷ কারিগররা তা থেকে বুঝতে পারবেন, তাদের কোঁদা বা খোদাই করা চুনাপাথরটি কোথায় বসবে ও কী রকম দেখতে হওয়া চাই৷

কারখানা থেকে সাইটে

অকুস্থলে বার্লিন সিটি প্যালেস তৈরির কাজ চলেছে৷ শুব্যার্ট কোম্পানি থেকে আনা পাথরগুলো এখানে প্রাসাদের গায়ে বসানো হচ্ছে৷ একটি পাথরের ওজন প্রায় এক টন, দাম দু'হাজার ইউরো৷ কারিগররা প্রতিদিন ১৫ মিটার দৈর্ঘ্যের পাথর বসান৷ প্রাসাদভবনের কাঠামো হচ্ছে কংক্রিটের, তার ওপর বসছে চুনাপাথরের স্ল্যাব আর টালি৷ কাজ শেষ হবার কথা ২০১৮ সালে৷ শুব্যার্ট কারখানার লোকজন ওয়েবক্যাম দিয়ে প্রাসাদের কাজ দেখছেন৷ কম্পিউটারের সাহায্যে তারা কোন কোন পাথর এখনও বসানো বাকি আছে, তা দেখছেন৷

মূল পাথরটির নিখুঁত ত্রিমাত্রিক কপি বানায় এক কম্পিউটার৷ রোবট সব মাপজোক পায় কম্পিউটার থেকে৷ তিন দিনের মধ্যে পাথরটিকে ঘষে-মেজে তৈরি করে দেবে রোবট – পাথর কাটার কারিগরদের যা করতে দু'সপ্তাহ সময় লেগে যেত৷

ওরা একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত৷ বার্লিন প্রাসাদের জন্য মোটা দাগের মিলিং করে কাটা দেবদূতের পাখনাগুলো তৈরি করেছে রোবট৷ কিন্তু তার শিল্পীসুলভ, নান্দনিক খুঁটিনাটিগুলো এখনও ভাস্কর রাল্ফ ক্নি-র হাতে৷ এ কাজে তাঁর এক সপ্তাহ সময় লাগবে৷ বার বার মূলের সঙ্গে নকলটাকে মিলিয়ে দেখতে হবে৷

মূল তোরণের ক্যাপিটাল বা স্তম্ভশীর্ষগুলি সবে শেষ হয়েছে৷ স্ভেন শুব্যার্ট-এর কারখানার কর্মীরা গত দু'বছর ধরে বারোক শৈলীর এই তোরণটির কাজ করছেন৷ ২০১৮ সালে তা বার্লিন প্রাসাদে লাগানো হবে৷ এত বড়ো একটা কাজ জীবনে একবারই পাওয়া যায়, স্ভেন সে কথা ভালো করেই জানেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান