1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনের ক্লাবগুলোতে মাদক!

৮ ফেব্রুয়ারি ২০১৮

সরকারি এক জরিপ বলছে, বার্লিনের নাইটক্লাবগুলোতে প্রায়ই অর্ধেকের মতো পার্টি করা লোকজন কোকেনের সমতুল্য সিনথেটিক ড্রাগ অ্যাম্ফিটামিন ও এমডিএমএ গ্রহণ করেন৷

https://p.dw.com/p/2sK6b
Berlin Techno Musik
ছবি: picture-alliance/dpa/J. Eisele

পার্টির জন্য বার্লিনের ক্লাবগুলো বিখ্যাত৷ বুধবার এই প্রথম ক্লাবগুলোর ওপর এক গবেষণার ফলাফল জানালো প্রশাসন৷ শহরের স্বাস্থ্য অধিদপ্তর ও শারিটি হাসপাতাল যৌথভাবে এই জরিপটি করেছে৷

জরিপে দেখা যায়, পার্টিতে যোগ দেয়া লোকদের মধ্যে ৫০ দশমিক ৩ ভাগ স্বীকার করেছেন যে, তারা অ্যাম্ফিটামিন বা স্পিড সেবন করেন৷ এছাড়া ৪৯ দশমিক ১ ভাগ মানুষ স্বীকার করেছেন যে, তারা গত ৩০ দিনে এমডিএমএ সেবন করেছেন৷ এর বাইরে ক্লাবগুলোতে জনপ্রিয় ড্রাগগুলোর মধ্যে আছে কোকেন (৩৬ ভাগ) ও কেটামিন (৩২ দশমিক ৩ ভাগ)৷ ১২ ভাগ মানুষ বলেছেন যে, তারা এলএসডি গ্রহণ করেছেন৷

এর বাইরেও অতিরিক্ত মদ ও ধুমপান এবং গাঁজা সেবন করার কথা স্বীকার করেছেন তাঁরা৷

ব্যাপারটা এমন নয় যে, সপ্তাহান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বার্লিনের ক্লাবগুলোতে মজা লুটতে এসে লোকজন এতটা মাদক সেবন করেছেন৷ যারা মাদক সেবন করছেন, তাদের ৮৫ ভাগই জার্মানির রাজধানীতে থাকেন এবং ৪০ ভাগের বিশ্ববিদ্যালয় ডিগ্রি আছে৷ এদের মধ্যে ৫৫ দশমিক ৩ ভাগ পুরুষ ও ৪২ দশমিক ৮ ভাগ নারী৷

বার্লিনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে, যেভাবে মাদক সেবনকরা হচ্ছে, তাকে ‘অ্যাডিকশন' বলা যায়৷ ‘‘আমি তাদের খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চাই না৷ কিন্তু অন্ধভাবে আমাদের ঝুঁকিপূর্ণ মাদক সেবন করা উচিত নয়৷''

এলিজাবেথ শুমাখার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য