1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে বিস্ফোরণ, চালক নিহত

১৫ মার্চ ২০১৬

জার্মান পুলিশ রাজধানী বার্লিনে এক গাড়ি বিস্ফোরণের তদন্ত শুরু করেছে৷ তাদের ধারণা, বিস্ফোরণটি ঘটেছে বোমা থেকে৷

https://p.dw.com/p/1IDNS
Deutschland Auto explodiert in Berlin
ছবি: picture-alliance/dpa/P: Zinken

জার্মানির রাজধানী বার্লিনের পশ্চিমের শারলটেনবুর্গ শহরতলীতে মঙ্গলবার সকালে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে৷ এতে গাড়ির চালক নিহত হন৷ বার্লিন পুলিশের মুখপাত্র কার্স্টেন ম্যুলার এই প্রসঙ্গে বলেন, ‘‘একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণটি ঘেটেছে, এমন ধারনার ভিত্তিতে তদন্ত শুরু করেছে তদন্তকারীদের৷''

পুলিশের নরহত্যা বিভাগ ঘটনার তদন্ত করছে৷ বিসমার্ক স্টিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে৷ রূপালি রঙের একটি ভল্কসওয়াগনটি বিস্ফোরণে উপরের দিকে উঠে যায় এবং রাস্তার পাশে দাঁড়া করানো একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়৷ ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ করছে৷

বার্লিন পুলিশ ঘটনাস্থলের একটি ভিডিও টুইট করেছে এবং স্থানীয় মানুষদের ঘরের মধ্যে এবং জানালা থেকে দূরে থাকতে বলেছে৷ তারা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়িটির একটি ছবিও প্রকাশ করেছে৷

ঘটনাস্থলে আরো কোনো বিস্ফোরক ডিভাইসের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ৷ নিহত চালকের বিস্তারিত পরিচয়ও এখনো জানা যায়নি৷ আর বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক এখনো খুঁজে পায়নি পুলিশ৷

এআই/ডিজি (এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান