1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে চলছে ইন্টারনেট সম্মেলন ‘রি:পাবলিকা’

১৫ এপ্রিল ২০১০

জার্মানির রাজধানী বার্লিনে ১৪ই এপ্রিল থেকে শুরু হয়েছে ইন্টারনেট বিষয়ক সম্মেলন ‘রি:পাবলিকা’৷ ইন্টারনেট বিশেষজ্ঞ ছাড়াও এই আসরে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্লগাররা৷

https://p.dw.com/p/MwdX
ছবি: Diego Vásquez

রি:পাবলিকার এবারের আসর চতুর্থতম৷ চলবে ১৬ই এপ্রিল পর্যন্ত৷ এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছে প্রায় তিন হাজার ইন্টারনেট বিশেষজ্ঞ৷ স্বভাবতই প্রশ্ন জাগে ঠিক কি কারণে তাদের এত অংশগ্রহণ? ২০১০ সালে রি:পাবলিকার আলোচনার বিষয় হচ্ছে ব্লগ, সামাজিক মিডিয়া এবং ডিজিটাল কালচার৷ এই প্রসঙ্গে আরেকটু জানতে ফোন করি সহকর্মী দেবারতি গুহকে৷ বার্লিন থেকে তিনি জানালেন, ‘‘তিন দিনব্যাপী সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরণের ওয়ার্কশপ, সেমিনার৷ এখানে বিশেষজ্ঞরা ইন্টারনেট জগতে অধুনা বিশ্বের নতুন নতুন ট্রেন্ড, সমস্যা আর সমস্যার সমাধানের উপর আলোচনা করছেন৷ আলোচনা হচ্ছে সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুক, টুইটারের ভবিষ্যতের কথা নিয়েও৷''

রি:পাবলিকার শুরুটা কিন্তু ২০০৭ সালে৷ সে বছর এই সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মাত্র ৭ শ জন৷ এরপর ২০০৯ সালে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় দেড় হাজারে৷ ২০১০ মানে এই বছর রি:পাবলিকায় যত অনুষ্ঠান হচ্ছে বা হবে, ঘন্টার হিসাবে তা ১৫০ ঘন্টা৷ রয়েছে ডিজিটাল কালচারের উপর ১২০টিরও বেশি কর্মশালা৷

রি:পাবলিকায় অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত ৩০০ জন রয়েছেন ব্লগার৷ বিখ্যাত ব্লগ বাজমেশিন এর সম্পাদক জেফ জার্ভিস আসছেন এই সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে৷ থাকছেন গ্লোবাল ভয়েস অনলাইন এর ডেভিড সাসাকিও৷ শুধু তাই নয়, এবারের রি:পাবলিকা থেকে ডয়চে ভেলের সেরা ব্লগ নির্বাচন প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদেরও নাম ঘোষণা করা হবে৷ তো এত ব্লগারের যেখানে আনাগোনা সেখানে কি ছিল কোন বাংলা ব্লগার? দেবারতির কথায়, ‘‘বুধবার আমি যতক্ষণ রি:পাবলিকায় ছিলাম, ততক্ষণ কোন বাঙালি ব্লগারের সঙ্গে আমার আলাপ হয়নি৷ তবে এটা ঠিক বৃহস্পতিবার সেরা ব্লগ বা বব্স এর চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এখান থেকেই৷

বলাবাহুল্য, এই প্রতিযোগিতায় কিন্তু কমপক্ষে একটি বাংলা ব্লগ পাবে সেরার পুরস্কার৷ আর তাই, সশরীরে বাংলা ব্লগার থাক বা না থাক বাংলা ব্লগ ঠিকই আছে সেখানে৷

আর হ্যাঁ, রি:পাবলিকা নিয়ে সংবাদমাধ্যমে যত না আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা, ছবি'র আদানপ্রদান হচ্ছে সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে৷ ফেসবুক, টুইটার কিংবা ফ্লিকার- ভরে উঠছে রি:পাবলিকার নানা তথ্যে৷ অবশ্য, সেটা হবারও কথা৷ সম্মেলনটা যে এসব নিয়েই৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক