1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে সিরিয়া বৈঠক

৪ মে ২০১৬

সিরিয়া সংকটকে ঘিরে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে৷ বুধবার বার্লিনে এক বৈঠকে বর্তমান অচলাবস্থা কাটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে৷ জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তাতে অংশ নিচ্ছেন জাতিসংঘের দূত ও এক সিরীয় বিরোধী নেতা৷

https://p.dw.com/p/1IhTi
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ও জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দে মিস্তুরা
ছবি: Reuters/S.Karpukhin

সিরিয়ায় অস্ত্রবিরতি সংক্রান্ত বোঝাপড়া কাগজে-কলমে স্থির হলেও কার্যক্ষেত্রে তার প্রতিফলন দেখা যাচ্ছে না৷ তার সর্বশেষ দৃষ্টান্ত হলো আলেপ্পো শহরের উপর হামলা৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আবার সতর্ক করে দিয়েছেন৷ অস্ত্রবিরতি লঙ্ঘন করতে থাকলে আসাদকে তার পরিণাম ভোগ করতে হবে৷ তখন পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে৷ এটা হলে আসাদ বা রাশিয়া, কারও লাভ হবে না, বলেন কেরি৷

এমনই প্রেক্ষাপটে জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে এক কূটনৈতিক বৈঠক৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ মার্ক এরো এবং জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দে মিস্তুরা ছাড়াও তাতে অংশ নিচ্ছেন সিরিয়ার স্বীকৃত বিরোধী পক্ষের সমন্বয়ক রিয়াদ হিজাব৷

এদিকে বুধবারই সিরিয়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ আলেপ্পো শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক রিপোর্টের ভিত্তিতে অস্ত্রবিরতি কার্যকর করার নতুন উদ্যোগ আশা করা হচ্ছে৷ রাশিয়াও তাতে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে৷ জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দে মিস্তুরা শান্তি ফেরানোর নতুন উদ্যোগ সম্পর্কে কিছুটা আশাবাদী৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য