1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে সেরা ব্লগ নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া চলছে

১৪ এপ্রিল ২০১০

ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের বাছাই করার জন্য এবার পুরোপুরি প্রস্তুত ডয়চে ভেলে৷ তাই ইতিমধ্যেই, দেশ-বিদেশ থেকে আসা ববস্-এর বিভিন্ন ভাষার বিচারকরা উপস্থিত হয়েছেন বার্লিনে৷

https://p.dw.com/p/MwQt
ফাইল ফটো

একটা অর্ধেক টেনিস কোর্টের মতো বড় ঘর৷ তিন দিকে দেওয়াল, আর অন্যদিকে দেওয়াল জোড়া জানালা৷ মিষ্টি রোদে বাইরের লাল ইঁটের বাড়িগুলো যেন চকচক করছে৷ রোদ এসে পড়ছে ঘরের মধ্যেও৷ রাজধানী বার্লিনে অবস্থিত ডয়চে ভেলের এই অফিসে বসেছে বেস্ট অফ ব্লগস বা ববস্-এর চূড়ান্ত বিজয়ী ঘোষণার পালা৷

বিচারকমন্ডলীতে রয়েছেন ১১ জন জুরি৷ ১১টি ভাষার জন্য ১১ জন৷ মাঝের দেওয়ালে মস্ত একটি স্ক্রিনকে সামনে রেখে বসেছেন সবাই৷ একটা একটা করে প্রতিটি বিভাগ বা ক্যাটেগরি সামনে রাখা হচ্ছে৷ যে ভাষার ব্লগ, সেই ভাষাভাষী জুরি ব্লগটি সম্পর্কে অন্যদের একটা ধারণা দিচ্ছেন৷ ব্লগের ভাষা, ডিজাইন, ভিডিও'র কোয়ালিটি, বিষয়বস্তু - কোনকিছুই যেন সেই আলোচনা থেকে বাদ যাচ্ছে না৷

কাজটা কি খুব সোজা ? বাংলা ভাষার জুরি, বাংলাদেশের অন্যতম ব্লগ সাইট সামহোয়ার ইন ব্লগ ডট নেট থেকে আসা সৈয়দা গুলশান ফেরদৌস জানা বললেন, ‘‘আসলে এটা বেশ বড় ব্যাপার৷ এবং এটা কোন একক ব্যাপার নয়, এটা সম্মিলিত চেষ্টা৷ এতে সবার মতামতের ওপর নির্ভর করতে হয়েছে এবং সহজবোধ্য ইংরেজিতে সবাই এটা নিয়ে আলোচনা করেছেন, যাঁর যাঁর ব্লগ নিয়ে৷ আর এটা খুব সহজ কথা না, একটি ভাষার ব্লগ অন্য আর একটি ভাষায় প্রকাশ করা৷ কিন্তু, খুব আনন্দের সঙ্গে এটা আমরা করছি৷ খুব নিরপেক্ষ ভোটিং-ও হচ্ছে৷''

এবারের এই বেস্ট অফ ব্লগস বা ববস্ প্রতিযোগিতায় রাখা হয়েছে মোট ছয়টি বিভাগ৷ এরা হলো - শ্রেষ্ঠ ওয়েব্লগ, শ্রেষ্ঠ ভিডিও ব্লগ, শ্রেষ্ঠ পডকাস্ট, রিপোর্টার্স উইদআউট বর্ডার্স ব্লগ, ব্লগউর্স্ট বা মজার ব্লগ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক ব্লগ৷ এ বছর, এই সব ক্যাটেগরিতে জমা পড়েছে ৮,৩০০ ব্লগ৷ ব্লগ বলে কথা তো, তাই অন্যান্য বারের মতো এবারও ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে রিপোর্টার্স উইদআউট বর্ডার্স পুরস্কারটি কে পাবে, তাই নিয়ে৷ তবে সবচেয়ে শক্তিশালী প্রার্থী বোধহয় ইরানের ‘‘উই আর জর্নালিস্ট'' বা ‘‘আমরা সাংবাদিক'' নামের ব্লগটি৷ ফার্সি ভাষার বিচারক ফার্নাজ সাইফি জানালেন ঝিলা বানি ঝাঘব-এর এই ব্লগটি কেন অন্যদের থেকে আলাদা৷ তাঁর কথায়, ‘‘যে সাহসিকতার সঙ্গে ঝিলা বানি ঝাঘব তাঁর কারাবাসের কথা অকপটে সর্বসমক্ষে তুলে ধরেছেন, যেভাবে তিনি বরংবার হুমকির সম্মুখীন হয়েও মাথা হেঁট করেন নি, ইরানে থেকে যেভাবে তিনি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন - তেমনটি আর দেখা যায় নি৷ স্বামী কারাগারে থাকা সত্ত্বেও, নিজে চাকরি হারানো সত্ত্বেও তিনি লড়ে গেছেন৷ লড়ছেন এখনও৷''

ওদিকে, মনোনীত এক একটি ব্লগ নিয়ে আলোচনার পর, হাত তুলে ভোট দিচ্ছেন বিচারকমন্ডলী৷ ১১টি ভাষা থেকে প্রথমে বেস্ট অফ থ্রি এবং পরে বিজয়ী ব্লগটিকে বেছে নেওয়া হচ্ছে৷ আর এভাবেই একে একে উঠে আসছে জয়ীদের নাম৷ শ্রেষ্ঠ ওয়েব্লগ হিসেবে ‘‘হান হান-এর ব্লগ'' নামে চীনা ভাষার ব্লগটি অনেকেরই নজর কেড়েছে৷ তাছাড়া, বর্তমানে ব্লগটির ক্লিক সংখ্যা ছাড়িয়েছে ৩০০ মিলিয়নের ঘর৷ সেখানকার ব্লগোস্ফেয়ার সম্পর্কে চীনা জুরি মাইকেল আন্টি জানালেন, ‘‘নানা রকম ব্লগ, বিশেষ করে ট্যুইটার ডট কম আসার পর, চীনের ব্লগোস্ফেয়ার বদলে গেছেই অনেকটাই৷ মানুষের ইচ্ছার কাছে মাথা নত করতে হয়েছে সরকারি হস্তক্ষেপকে৷ সেনসরশিপকে৷ দু-হাজার বছরের মধ্যে এমন

বাকস্বাধীনতা চীনের জনগণ আর পায়নি৷ এহেন রাজনৈতিক পটভূমিও আর তৈরি হয়নি৷ তাই আমার মনে হয়, ব্লগের মাধ্যমে চীনের মানুষরা তাদের মত প্রকাশ করার একটা বিরাট সুযোগ পাচ্ছে৷''

তবে বৃহস্পতিবারের আগে, মানে সবকটি বিভাগে বিজয়ী মনোনয়নের আগে কোনো নাম ঘোষণা থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷

প্রতিবেদক: দেবারতি গুহ, বার্লিন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক