1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন এখন রোমের চেয়েও ট্যুরিস্টদের কাছে বেশি প্রিয়

২২ ডিসেম্বর ২০১০

জার্মানির রাজধানী বার্লিন পর্যটন শহর হিসেবে ইটালির রাজধানী রোমকে ছাড়িয়ে গেল৷ পর্যটন বিষয়ক এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে৷ এই পরিসংখ্যান প্রকাশ করেছে বার্লিনের পর্যটন দফতর৷

https://p.dw.com/p/zo8E
Berlin, Karlsruhe, city, view, Radio Tower, West , TV Tower, East, Germany, government, capital, পর্যটক, আকর্ষণীয়, নগরী বার্লিন, রোম, ট্যুরিস্ট, Tourism, Tourist, Rome, Italy
পর্যটকদের কাছে আকর্ষণীয় নগরী বার্লিনের খণ্ডচিত্রছবি: AP

চলতি বছর প্রথমবারের মত দুই কোটি পর্যটক রাত্রি যাপন করেছেন বার্লিনে৷ আর রোমে রাত কাটিয়েছেন এক কোটি ছিয়াশি লাখ পর্যটক৷ বার্লিন প্রাচীরের ধ্বংসাবশেষ ও বিশ্বের বেশ কিছু চমত্কার মিউজিয়ামের জন্য বার্লিন দেশ বিদেশের ট্যুরিস্টদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান৷ অন্যদিকে, রোম জনপ্রিয় তার প্রাচীন ধ্বংসস্তূপ ও ভ্যাটিকানের জন্য৷ পর্যটন শহর হিসেবে বার্লিনের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে গত বেশ কয়েক দশক থেকে৷ দ্রষ্টব্য স্থানগুলোর জন্যই শুধু নয়, বার্লিন জনপ্রিয় তার সহজে চলাচল করার সুবিধার জন্যও৷ রাস্তাঘাট সেখানে সব সময় জনাকীর্ণ থাকে না৷

বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরাইট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৫৫ বছর লেগেছিল বার্লিনের জনসংখ্যা এক কোটি হতে৷ আর দ্বিতীয় এক কোটি জনসংখ্যা সংখ্যা হতে লেগেছে মাত্র দশ বছর৷

বার্লিনের অবশ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বার্লিন প্রাচীরের কিছু ভগ্নাবশেষ, সুবিখ্যাত প্যার্গামন মিউজিয়াম, মনোহর প্রাসাদ এবং বার্লিনের অদূরে পট্সডাম শহরে প্রাশান সম্রাটের প্রাসাদ আর সংলগ্ন পার্ক৷ ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ তোরণের পাশের হলোকস্ট স্মৃতিসৌধ ও মিউজিয়ামটিও পর্যটকদের আকর্ষণ করে৷ তরুণ পর্যটকরা উপভোগ করেন শহরের নাইটক্লাবগুলো৷

পর্যটন বিষয়ক কর্মকর্তারা বলেছেন, লন্ডন ও প্যারিসকে ধরে ফেলতে অবশ্য বার্লিনকে এখনো অনেক চেষ্টা করতে হবে৷ চলতি বছর লন্ডনে রাত্রিযাপন করেছেন সাড়ে চার কোটি এবং প্যারিসে তিন কোটি চল্লিশ লাখ ট্যুরিস্ট৷ ইটালি, ব্রিটেন, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটকরাই বার্লিনে আসেন সবচেয়ে বেশি৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান