1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য প্রাথমিক মনোনয়ন সম্পন্ন

১৬ ডিসেম্বর ২০১০

বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য বাছাইকৃত ছবির তালিকা প্রকাশ করা হলো বুধবার৷ ২০১১ সালের উৎসবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামনের সারিতে থাকছে তুরস্ক, ইসরায়েল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছবিগুলো৷

https://p.dw.com/p/Qcs0
Berlinale
ছবি: AP

উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অনুসারে ব্রিটিশ অভিনেতা ব়্যাল্ফ ফিয়েনেসের প্রথম ছবি ‘কোরিওলেনাস' থাকছে আসন্ন বার্লিনালের অন্যতম আকর্ষণ৷ বার্লিনের উৎসবেই প্রথম আন্তর্জাতিক প্রদর্শন হবে ছবিটির৷ এতে প্রধান চরিত্রে নিজেই অভিনয় করেছেন ফিয়েনেস৷ এছাড়া রয়েছেন জেরার্ড বাটলার, ভ্যানেসা রেডগ্রেভ, ব্রায়ান কক্স এবং জেমস নেসবিটের মতো চলচ্চিত্র তারকারাও৷

বার্লিনের উৎসবে ‘পিনা' নিয়ে হাজির হবেন জার্মান ছবি নির্মাতা ভিম ভেন্ডার্স৷ গত বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জার্মানির আধুনিক নাচের কিংবদন্তি পিনা বাউশ৷ তাঁকে নিয়েই ছবি তৈরি করেছেন ভেন্ডার্স৷ কিউবার সংগীত জীবন নিয়ে ছবি ‘বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাব'-এর পর এবার পিনা বাউশের টান্সথিয়েটার ভুপ্যার্টাল নিয়ে থ্রিডি ছবি বানালেন ভেন্ডার্স৷ নাচ ভিত্তিক এই ছবিটিরও আন্তর্জাতিক অঙ্গনে প্রথম দেখানো হবে বার্লিনালে'তে৷

Wim Wenders
‘পিনা' নিয়ে হাজির হবেন জার্মান ছবি নির্মাতা ভিম ভেন্ডার্সওছবি: dpa

বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি বলে বিবেচনা করা হয় বার্লিনালে'কে৷ ফেব্রুয়ারির ১০ তারিখে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব৷ ২০১১ সালের এই উৎসবে প্রতিযোগিতার জন্য এখন পর্যন্ত আটটি ছবি বাছাই করা হয়েছে৷ তবে চলচ্চিত্রের নানা ধরণ ও শাখা বিবেচনায় উৎসবের সেরা পদকগুলোর জন্য বিশটিরও বেশি ছবিকে মনোনয়ন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে৷

অ্যামেরিকার শীর্ষ পর্যায়ের চলচ্চিত্র উৎসব সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল'এর সাথে যৌথ কার্যক্রমের অংশ হিসেবে এবারও জার্মান-মার্কিন যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘দ্য ফিউচার' দেখানো হবে বার্লিনালে'তে৷ মার্কিন পরিচালক মিরান্ডা জুলির লেখা এবং অভিনয় করা এই ছবিতে এক দম্পতির জীবন কাহিনী তুলে ধরা হয়েছে৷ দেখানো হয়েছে কীভাবে একটি মালিকবিহীন বিড়াল পোষার ফলে তাদের জীবনে ঘটে যায় নানা নাটকীয় পরিবর্তন৷ ছবিটিতে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন হ্যামিশ লিঙ্কলেটার এবং ডেভিড ওয়ারশফস্কি৷ ‘দ্য ফিউচার' ছবিটিরও আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বার্লিনের উৎসবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক