1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসবে শাহরুখ-কাজল

৬ ফেব্রুয়ারি ২০১০

জার্মানির রাজধানী বার্লিনে ৬০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বার্লিনালে’ শুরু হচ্ছে ১১ই ফেব্রুয়ারি থেকে৷ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রস্তুতি পর্ব প্রায় শেষ৷ আয়োজন চলছে লাল গালিচা পাতার৷

https://p.dw.com/p/Lu5R
ফাইল ফটো

এই উৎসবকে ঘিরে প্রাণচঞ্চল হয়ে উঠেছে সারা বার্লিন নগরী৷

বার্লিনালের যাত্রা শুরু হয় ১৯৫১ সালে৷ প্রথম দিকে দর্শকরাই সেরা ছবি নির্বাচন করতেন৷ ১৯৫৬ সাল থেকে আন্তর্জাতিক জুরি মন্ডলি নির্বাচন করছে সেরা ছবি৷ দিচ্ছে স্বর্ণ ও রৌপ্য ভালুক পুরস্কার৷ এখনও সারা বিশ্বে সবচেয়ে বেশি দর্শক সমাবেশ হয় বার্লিন চলচ্চিত্র উৎসবেই৷

অন্যান্য বছরের মত এবছরও বিশ্বের বহু দেশের ছবি প্রদর্শিত হচ্ছে বার্লিনালেতে৷ সব মিলিয়ে যোগ দিচ্ছে চারশরও বেশি ছায়াছবি৷ এর মধ্যে প্রতিযোগিতায় নামছে বিভিন্ন দেশের ২০টি ছবি৷ চীনা ছবি ‘তুয়ান ইউয়ান' দিয়ে উদ্বোধন করা হবে এই উৎসব৷ ইতিমধ্যেই বিশ্বের নামি দামি চিত্র তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠছে উৎসব প্রাঙ্গন৷

বলিউডের নামি তারকা শাহরুখ খান আসছেন৷ আসছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল৷ শাহরুখ-কাজল অভিনীত, করণ জোহার অভিনীত ‘‘মাই নেম ইজ খান'' ছবির প্রিমিয়ার শো হবে বার্লিনে৷ হলিউড তারকা লেওনার্ডো ডি কাপ্রিয়ো, প্রখ্যাত ফরাসি অভিনেত্রী জিন মোরো, মার্কিন চিত্র পরিচালক মার্টিন স্করসেজি ও বেন স্টিলার, ব্রিটিশ অভিনেতা বেন কিংসলি, এবং চলচ্চিত্র জগতের আরো অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব আসছেন বার্লিনালে উৎসবে যোগ দিতে৷

Sharukh Khan und Kajol
শাহরুখ-কাজলকে দেখা যাবে এবারের বার্লিনালে (ফাইল ফটো)ছবি: UNI

তবে একজন শিল্পী এই উৎসবে অংশ গ্রহণ করলেও তার চেহারা কিন্তু দেখা যাবেনা৷ তিনি হলেন ব্রিটেনের গ্রাফিটি চিত্রশিল্পী ব্যাংকি৷ তিনি তাঁর পরিচয় গোপন রাখতে চান, তাই মুখ ঢেকে অংশ নেবেন অনুষ্ঠানে৷ তাঁর প্রামাণ্য চিত্র ‘‘এক্সিট থ্রু দ্য গিফ্ট শপ'' অবশ্য প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে৷

যে সব ছবি স্বর্ণ বা রৌপ্য ভালুকের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য রোমান পোলানস্কি পরিচালিত ছবি ‘দ্য গোস্ট রাইটার' এবং মাইকেল উইন্টার বটোম পরিচালিত ‘দ্য কিলার ইনসাইড মি'৷

মার্কিন পরিচালক মার্টিন স্করসেজি নির্মিত এবং টাইটানিকখ্যাত তারকা ডি কাপ্রিয়ো অভিনীত ‘শাটার আইল্যান্ড' ছবিটি প্রদর্শিত হবে প্রতিযোগিতার বাইরে৷ সব মিলিয়ে প্রায় ৯০ টার মত জার্মান ছবি অংশ নিচ্ছে এবারকার বার্লিনালে উৎসবে৷ প্রতিযোগিতায় অংশ নেয়া জার্মান ছায়াছবিগুলির মধ্য উল্লেখযোগ্য বোরহান কোরবানি পরিচালিত ছবি ‘শাহাদা'৷ বার্লিনে বসবাসকারী তরুণ মুসলিমদের কথা উঠে এসেছে ছবিটিতে৷

একাধিক ভারতীয় ছবি থাকছে এবারকার বালিনালে উৎসবে৷ ঋতুপর্ণ ঘোষ নিয়ে আসছেন তাঁর ও কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি ‘‘আর একটি প্রেমের গল্প''৷ বার্লিন উৎসবের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনীর তালিকায় থাকছে সত্যজিৎ রায়ের ‘‘চারুলতা'', শ্যাম বেনেগালের ‘‘মন্থন''৷ দেখা যাবে বিশ্ববরেণ্য ফরাসি চলচ্চিত্রকার জঁ রেনোয়ার বৃটিশ ভারতের বাংলাভাষী অঞ্চলের পটভূমিকায় তৈরি ছবি ‘‘দ্য রিভার''৷ দর্শকরা নতুন প্রজন্মের ভারতীয় পরিচালকদের ছবির সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ পাবেন৷ দেখানো হবে দেব বেনাগালের‘‘রোড মুভি''৷ উমেশ বিনায়ক কুলকার্নির মারাঠী ছবি ‘‘ভিহির'' - দ্য ওয়েল৷

বার্লিনালে চলচ্চিত্র উৎসবে জুরি কমিটির নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা জার্মান চলচ্চিত্র নির্মাতা ভ্যারনার হেরৎসগ৷ সদস্যদের মধ্যে থাকছেন ইটালির চিত্র পরিচালিকা ও লেখিকা ফ্রানচেস্কা কমেনচিনি, আফ্রিকান লেখক নুরুদ্দিন ফারাহ্, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী রেনে জেলওয়েগার ও আরো কয়েকজন৷

প্রতি বছরের মত এবছরও চলচ্চিত্র জগতে বিশেষ অবদান রাখার জন্য বার্লিনালে ক্যামেরা পাচ্ছেন বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান৷

প্রতিবেদক: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক