1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসবে হিটলারের বাঙ্কার!

১৬ ফেব্রুয়ারি ২০১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে নির্মিত বলিউডের বিতর্কিত ছবি ‘ডিয়ার ফ্রেন্ড হিটলার’কে নিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছেন প্রযোজকরা৷

https://p.dw.com/p/10Hlh
মহাত্মা গান্ধীছবি: AP

শুধু তাই নয়, ক্রেতা এবং সাংবাদিকদের সামনে চলচ্চিত্রটির প্রায় দশ মিনিটকালের কিছু অংশ প্রদর্শনও করা হয়েছে৷ ২০০৪ সালের অস্কার মনোনীত জার্মান ছবি ‘ডাউনফল'এর সঙ্গে এই ছবিটির অনেক সাদৃশ্য রয়েছে৷ তবে এই ছবিটিতে ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভের সময়ে মহাত্মা গান্ধীর অ-সহিংস মনোভাবের গল্প বিবৃত হয়েছে৷ ছবিটিতে দেখানো হয়েছে, নাৎসি একনায়ক যুদ্ধ বন্ধ করবেন, এই আশা প্রকাশ করে অনুরোধ জানিয়ে গান্ধী হিটলারকে দুটি চিঠি লিখেছিলেন৷

ছবিটিতে হিটলারের চরিত্রে রূপদান করেছেন রঘুবীর যাদব, আর এফা ব্রাউনের চরিত্রে রূপদান করেছেন সাবেক মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া৷ হিটলার ১৯৪৫ সালের এপ্রিলে বাঙ্কারে আত্মহত্যা করার কয়েক ঘণ্টা আগে বিয়ে করেছিলেন এফা ব্রাউনকে৷

ছবিটির প্রিমিয়ার শো-এর আগে ভারতের ক্ষুদ্র ইহুদি গোষ্ঠী এর বিরোধিতাও করেছিল৷ তবে ছবির প্রযোজক অনিল শর্মা ছবির পুরো গল্প ব্যাখ্যা করেন এবং বলিউডের গতানুগতিক নাচ ও প্রেমের দৃশ্যের জন্যে ছবিটি অনেক বেশি আকর্ষণীয় বলে বর্ণনা করেন৷ হিটলারের মতো চরিত্রের মহিমা প্রচার করা ছবির উদ্দেশ্য নয়৷ তিনি বলেন, ‘‘এখানে আমরা কোনো বিশেষ চরিত্রকে তুলে ধরিনি৷ শুধু ভারতের স্বাধীনতার ইতিহাসের একটি হারিয়ে যাওয়া অধ্যায়কে তুলে ধরেছি৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন