1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সার সাথে কাতার ফাউন্ডেশনের কোটি ইউরোর চুক্তি

১১ ডিসেম্বর ২০১০

ফুটবল জগতে অত্যন্ত জনপ্রিয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা৷ মাঠের নৈপুণ্যের বাইরেও তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল এতোদিন পর্যন্ত নিজেদের জার্সিতে কারো লোগো লাগিয়ে অন্তত পয়সা আয়ের চেষ্টা করেনি তারা৷

https://p.dw.com/p/QVvJ
বার্সা, জার্সি, ইউনিসেফ, কাতার ফাউন্ডেশন, Qatar, Barcelona, Football, UNICEF, Sponsor, Barca, Sports, ফুটবল, খেলাধুলা
বার্সার জার্সিতে ইউনিসেফের জায়গায় এখন শোভা পাবে কাতার ফাউন্ডেশনের নামছবি: AP

বরং তাদের জার্সিতে শোভা পেতো জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর নাম৷ সাথে ইউনিসেফ'কে প্রতি বছর ১৫ লাখ ইউরো করে সাহায্য করতো ভক্তদের প্রিয় দল বার্সা৷ তবে শেষ পর্যন্ত কাতার ফাউন্ডেশনের কাছে বিক্রি করলো নিজেদের জার্সির দেহ৷ এখন থেকে সেখানে শোভা পাবে কাতার ফাউন্ডেশনের নাম৷ বিনিময়ে প্রতি মৌসুমে বার্সার পকেটে আসবে তিন কোটি ইউরো৷ কোন ফুটবল ক্লাবের জন্য এটিই সবচেয়ে উচ্চ মূল্যের বিজ্ঞাপন৷

কাতার ফাউন্ডেশনের সাথে এই বিজ্ঞাপনের চুক্তির বিষয়ে বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট হাভিয়ের ফাউস বলেন, ‘‘এই চুক্তির মধ্য দিয়ে অন্যান্য আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ফুটবল বিশ্বের ব্রান্ড লিডারে পরিণত হলো বার্সা৷'' তিনি আশা ব্যক্ত করেন যে, এই অর্থ ক্লাবটির ক্রীড়াবিষয়ক প্রকল্পগুলোকে শক্তিশালী করবে৷ বার্সা প্রথমবারের মতো তাদের জার্সির দেহ ভাড়া দেওয়ার খবরে যেসব ভক্ত কিছুটা কষ্ট পাচ্ছেন তাঁদের কষ্ট লাঘবে ফাউস উল্লেখ করেন যে, ‘‘এটি একটি অবাণিজ্যিক ফাউন্ডেশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা৷ প্রগতিশীল এবং ঐতিহ্যময় প্রতিষ্ঠানটি শিক্ষা এবং ক্রীড়ার মধ্য দিয়ে নিজেদের ভাবমূর্তি আরো উজ্জল করতে চায়৷'' তাই বলা চলে, বার্সা পুরোপুরি বাণিজ্যিক কোন প্রতিষ্ঠানের কাছে নিজেদেরকে বিক্রি করেনি৷ তাছাড়া কাতার ফাউন্ডেশন এবং ইউনিসেফ - দু'টোকেই বার্সার জার্সিতে স্থান দেওয়ার ব্যাপারেও চেষ্টা চলছে বলে জানা গেছে৷

প্রসঙ্গত, ১৯৯৫ সালে কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল সানি ‘কাতার ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন৷ এটি মূলত শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত৷ তবে কিছু কর্পোরেট যৌথ উদ্যোগেও অংশ নেয় কাতার ফাউন্ডেশন৷ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসর আয়োজক হিসেবে কাতারকে মনোনয়ন দিয়েছে৷ আর সেই লড়াইয়ে কাতারের পক্ষে জোর তদবির চালিয়েছিলেন বার্সা কোচ পেপ গুয়ার্ডিয়োলা৷

যাহোক, নতুন চুক্তির আওতায় কাতারের সাথে প্রত্যেক মৌসুমে একটি করে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বার্সার৷ তবে সেটি যে কাতারেই অনুষ্ঠিত হতে হবে এমন কোন শর্ত নেই৷ এছাড়া বার্সার প্রকল্পসমূহ ছাড়াও ইউনিসেফ-এর ত্রাণ কাজেও যৌথভাবে মাঠে থাকবে কাতার ফাউন্ডেশন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক