1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সা-ইন্টার মিলানের সেমিফাইনাল

২০ এপ্রিল ২০১০

আজ মিলানে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, প্রথম পর্ব৷ একদিকে লিওনেল মেসির বার্সেলোনা অন্যদিকে দুর্ধর্ষ ইন্টার মিলান৷ ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসি মিলানের মাঠে নতুন কি যাদু দেখান৷

https://p.dw.com/p/N1JV
বার্সেলোনার অন্যতম খেলোয়াড় লিওনেল মেসিছবি: AP

ইন্টার মিলানও তার সব শক্তি নিয়ে প্রস্তুত৷ স্যামুয়েল এটোও মিলানে বেশ ভালভাবেই থিতু হয়ে গেছেন৷ তিনি এখন টপফর্মে৷ বার্সেলোনার ফরওয়ার্ড ইব্রাহিমোভিচ জখম হয়ে বসে থাকার পর আবার ফিট্ এখন৷ তাঁর প্রাক্তন ক্লাব মিলানের বিরুদ্ধে নামছেন তিনি এই সেমি ফাইনালে৷

VfB Stuttgart- FC Barcelona
ইন্টার মিলানের কোচ হোসে মুরিনহোছবি: AP

আইসল্যান্ডের ছাইমেঘের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে বার্সেলোনার গোটা দলকে৷ কোচ গুয়ার্ডিওলার বার্সা টিম বিমানে চাপতে পারেনি৷ গোটা দল বাসে চেপে যাত্রা শুরু করে রোববার৷ ফ্রান্সের কান শহরে রাত কাটিয়ে মিলানে পৌঁছান সোমবার৷ দীর্ঘ ৯৮৫ কিলোমিটার পথ তাদের পাড়ি দিতে হয়েছে বাসে৷ গুয়ার্ডিওলা প্রসঙ্গত জানান, ১৪ ঘন্টার বাসযাত্রায় তাঁরা কিছু খেলা দেখে নিয়েছেন৷ তিনি অবশ্য কোচ হোসে মুরিনহোর ইন্টার মিলান দলের জোর প্রতিদ্বন্দ্বীতার মনোভাবের সঙ্গে পরিচিত৷ তিনি অবশ্য বলেন, আমরা জিততে চাই৷ তবে কিনা আমরা খেলব ইউরোপের সেরা একটি দলের বিরুদ্ধে৷

VfB Stuttgart- FC Barcelona
বার্সেলোনা দলের কোচ পেপ গুয়ার্ডিওলাছবি: AP

উল্লেখ্য, নভেম্বর মাসেই বার্সা ইন্টার মিলানকে ধরাশায়ী করেছিল৷ কোয়ার্টার ফাইনালে আর্সেনালকেও কুপোকাত করেছিল বার্সা৷ চারখানা গোল করেছিলেন মেসি স্বয়ং৷ সেমিফাইনালের আর একটি খেলা বুধবার৷ জার্মানির বায়ার্ন মিউনিখ খেলবে ফ্রান্সের অলিম্পিক লিওঁ দলের বিরুদ্ধে৷

প্রতিবেদক : আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা : দেবারতি গুহ