1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনায় গণ্ডগোল

২৬ জানুয়ারি ২০১৪

তারকা ফুটবলার লিওনেল মেসির কর ফাঁকির অভিযোগের পর, এবার নেইমারকে নিয়ে আইনি জটিলতায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা৷ এর জেরেই বৃহস্পতিবার পদত্যাগ করলেন বার্সার প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল৷

https://p.dw.com/p/1AxAe
FC Barcelona Rücktritt Präsident Sandro Rosell
ছবি: Reuters

বার্সেলোনার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ক্লাব রেয়াল মাদ্রিদ-এ প্রেসিডেন্টের সাথে খেলোয়াড়দের বনিবনা, কোচের সাথে সমস্যাসহ নানা টানাপড়েনের কথা প্রায়ই শোনা যায়৷ কিন্তু গত ২৫ বছর ধরে বার্সেলোনার নামে কখনো কোনো অভিযোগ বা দুর্নাম শোনা যায়নি৷ তাই ক্লাবের সুমান ও জনপ্রিয়তা সব সময়ই তুঙ্গে৷ কিন্তু বৃহস্পতিবার বার্সার প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলের পদত্যাগের ঘোষণায় বেশ গুঞ্জন তৈরি হয়েছে ক্লাবটি নিয়ে৷

ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের ক্লাব বদলে আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ ওঠায় স্পেন হাইকোর্টের পর্যবেক্ষণে রয়েছে ক্লাব বার্সা ও খোদ রোসেল৷ ২০১৩ সালের জুনে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনাতে নেইমারকে ভেড়াতে যে অর্থ দিয়েছিলেন রোসেল, তা নিয়েই সমস্যার সৃষ্টি৷

FC Barcelona Jubel Neymar
নেইমারকে নিয়ে আইনি জটিলতায় আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাছবি: Getty Images

বার্সেলোনা ক্লাবের সদস্য জর্ডি কাসেসের অভিযোগ, সান্তোসকে যে অর্থ দেয়ার কথা বলা হয়েছে তা নির্ধারিত অর্থ থেকে বেশি ছিল৷ বুধবার স্পেনের উচ্চ আদালতের বিচারক পাবলো রুজ অভিযোগটি গ্রহণ করেন৷ সেইসাথে শুনানি ও তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশও দেন তিনি৷ মাদ্রিদের পত্রিকা এল মুন্ডো দাবি করেছে যে, সান্তোসের সাথে চুক্তি হয়েছে সাড়ে নয় কোটি ইউরোর৷ বিষয়টি নিয়ে ব্রাজিল কর্তৃপক্ষ তদন্ত করছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ অথচ আগে বলা হয়েছিল, মাত্র ৫ কোটি ৭১ লাখ ইউরোতে নেইমারকে দলে নেয়া হয়েছে৷

নেইমারের ক্লাব বদলের বিষয়টিকে নিয়েই এ পদত্যাগ বলে রোসেল জানালেও এর বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি৷ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রোসেল বলেছেন, ‘‘আমার পরিবারের উপর সরাসরি আক্রমণ হচ্ছে, যা আমার দায়িত্বেও প্রভাব ফেলছে৷ এ পর্যন্ত অনেক কিছু সয়েছি এবং আমি আবারো বলছি যে নেইমারের বদলির সব পদ্ধতি সঠিকভাবেই সম্পন্ন হয়েছে৷'' তিনি আরো জানান, ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ এখন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন৷

২০১০ সালে রোসেল বার্সার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন৷ ঐ সময় তিনি রেকর্ড ৬১.৩৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ রোসেলের মেয়াদ শেষ হবে ২০১৬ সালে৷ দায়িত্ব নেয়ার পর রোসেলের বড় অর্জন ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং দু-দুটো স্প্যানিশ লিগ জয়৷

এপিবি/ডিজি (রয়াটার্স, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য