1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাহরাইনে নিপীড়নের ঘটনা বেড়েছে : এইচআরডব্লিউ

৯ ফেব্রুয়ারি ২০১০

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ বলছে বাহরাইনে বন্দিদের জিজ্ঞাসাবাদের সময় নিপীড়নের ঘটনা বেড়ে গেছে৷ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২০০৭ সাল থেকে বন্দি নিপীড়নের তিনটি ঘটনার তদন্তের দাবি জানিয়েছে তারা৷

https://p.dw.com/p/Lwmm
পারস্য উপসাগরীয় দেশগুলিতে বিদেশী শ্রমিকদের প্রায়ই শোষণের মুখে পড়তে হয়ছবি: AP

নিউ ইয়র্কের এই মানবাধিকার সংগঠন দাবি করেছে, বাহরাইনের নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন বন্দিদের ঘরের সিলিং থেকে ফেলে দিচ্ছে এবং বৈদ্যুতিক শক দিচ্ছে, মারধর করছে৷

পশ্চিমের মিত্র দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর নোঙর করা এবং দেশটির শাসকরা মূলত সুন্নি সম্প্রদায়ের৷ কিন্তু, দেশটিতে শিয়া সম্প্রদায়ের মানুষরাই সংখ্যাগরিষ্ঠ৷ শিয়াদের অভিযোগ সরকারি চাকরিসহ নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার তারা৷ অবশ্য, দেশটির সরকারি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে আসছেন৷

২০০৭ এবং ২০০৮ সালে কয়েকটি শিয়া গ্রামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর গ্রেপ্তারকৃতদের বিষয়ে তদন্তের পর মানবাধিকার সংগঠনটি নিপীড়ন বেড়ে যাওয়ার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে৷ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘জাতীয় স্বার্থের বিবেচনায় দ্রুত এই অভিযোগ (এইচআরডব্লিউ‘র) খতিয়ে দেখবে তারা৷''

এইচআরডব্লিউ‘র উপপরিচালক জো স্টর্ক রাজধানী মানামায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাহরাইনে শারীরিক নির্যতনের কোনো অভিযোগ পাননি তারা৷ স্টর্ক বলেন, ‘‘বাহরাইন জনগণকে এবং বিশ্ববাসীকে এটা দেখাতে পেরেছিল যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে নিপীড়ন দূর করা আসলেই সম্ভব৷''

কিন্তু, ২০০৭ সালের মাঝামাঝি সময় থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে বলে বলা হয়েছে এইচআরডব্লিউ‘র প্রতিবেদনে৷ ২০০৮ সালে পুলিশের এক সদস্যকে হত্যার অভিযোগ আটক ১৯ শিয়া বন্দির মামলা তদন্ত করেছে সংগঠনটি৷ একই বছরে বাহরাইনের আদালত ওই অভিযুক্তদের খালাস করে দেয়৷ মামলার বিচারক স্বীকার করেছেন, জিজ্ঞাসাবাদের সময়ে বন্দিদের ওপর শারীরিক নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে৷

তবে, সর্বশেষে এই নিপীড়নের ঘটনা সত্ত্বেও বাহরাইন এখনও আগের তুলনায় অনেক ভাল অবস্থানে রয়েছে বলে উল্লেখ করে স্টর্ক জানান, ‘‘১৯৯০ এর দশকের চেয়ে অবস্থা এখনও ভাল৷ সেসময় বন্দিরা প্রায় নিয়মিতই নিপীড়নের শিকার হত৷''

হিউম্যান রাইটস ওয়াচ এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার জন্য বাহরাইন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷

বাহরাইন একটি জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিজস্ব মানবাধিকার শাখা খুলেছে যেখানে নিপীড়নে বিষয়ে অভিযোগ করতে পারছেন নাগরিকরা৷

প্রতিবেদনর : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক