1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাহাত্তরের সংবিধানে পুরোপুরি ফেরা সম্ভব নয়’

২৪ জুলাই ২০১০

বিরোধী দল থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে জাতীয় ভিত্তিতে সংবিধান সংশোধনের কথা বলেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ আর আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, কমিটিতে বিরোধী দলের কতজন প্রতিনিধি থাকল তা মুখ্য নয়৷

https://p.dw.com/p/OToS
ছবি: AP

একজনের যৌক্তিক বক্তব্যও সবার বক্তব্যের চেয়ে বেশী গুরুত্ব পেতে পারে৷ তবে দুই দলের এই দুই নেতাই মনে করেন পঞ্চম সংশোধনী পুরোপুরি বাতিল বা মৌলিকভাবে '৭২ এর সংবিধানে ফেরা সম্ভব নাও হতে পারে৷

সংবিধান সংশোধনে ১৫ সদস্যের সংসদীয় কমিটিতে বিএনপির একজন প্রতিনিধির নাম চাওয়া হয়েছিল৷ বিএনপি কোন নাম দেয়নি৷ তবে এখনো সে সুযোগ রয়েছে৷ কিন্তু বিএনপি নেতা মওদুদ আহমেদ এমপি মনে করেন দলীয়ভাবে চিন্তা না করে, আসন ভিত্তিক প্রতিনিধিত্বের বিষয়টি বাদ দিয়ে, বিরোধী দল থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হলে তারা কমিটিতে থাকার বিষয়টি ভাববেন৷ তা না হলে এই সংশোধনী গ্রহণযাগ্য হবে না৷

তবে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের মনে করেন, কমিটিতে কতজন লোক রয়েছে তা বিবেচনা না করে বিরোধী দলের উচিত সংবিধান সংশোধনের কমিটিতে অংশ নেয়া৷ বিরোধী দলের যৌক্তিকভাবে বক্তব্য তুলে ধরাই হল আসল কাজ৷ একজনের বক্তব্যও সবার বক্তব্যের চেয়ে বেশী গ্রহণযোগ্য হতে পারে৷ একজনই হতে পারে জাতির আকর্ষণের কেন্দ্র৷

ব্যারিস্টার মওদুদ প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে তাঁর নিজস্ব ব্যাখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীই মনে করেন পঞ্চম সংশোধনী পুরোপুরি বাতিল সম্ভব নয়৷ সেক্ষেত্রে '৭২-এর সংবিধানে ফেরার কথা বলে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে ৷

আর ওবায়দুল কাদেরও মনে করেন ৫ম সংশোধনী পুরোপুরি বাতিল এবং '৭২-এর সংবিধানে মৌলিকভাবে ফেরা সম্ভব নাও হতে পারে৷ যা হবে তা সুপ্রিম কোর্টের পূর্নাঙ্গ রায় পেলেই বোঝা যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই