1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ি নিয়ে খালেদার আপীল খারিজ

২৯ নভেম্বর ২০১০

ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিরোধী নেত্রী খালেদা জিয়ার আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ একই সঙ্গে খারিজ করা হয়েছে হাইকোর্টের রায় স্থগিত এবং বাড়ির অবকাঠামো ঠিক রাখার আবেদন৷

https://p.dw.com/p/QL1N
বিরোধী নেত্রী খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

ঢাকা ক্যান্টনমেন্টের বাড়ির লিজ বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপিল আবেদনের শুনানি ছিল সোমবার৷ এর আগেই খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করায় তার আইনজীবীরা আদালত অবমাননা, হাইকোর্টের রায় স্থগিত রাখা ও বাড়ির অবকাঠামো ঠিক রাখার আরো ৩টি আবেদন করেন৷বেগম জিয়ার আইনজীবীরা সবার আগে আদালত অবমাননার আবেদনের শুনানি প্রার্থনা করলেও তালিকা অনুসারে প্রথমে আপিল আবেদনের ওপর শুনানির কথা জানান প্রধান বিচারপতি৷ বেগম জিয়ার আইনজীবীরা নিজেদের কথায় অনড় থাকলে দেড়ঘন্টা পার হওয়ার পর উত্থাপন হয়নি মর্মে আপিল আবেদন খারিজ করে দেন আদালত৷ এটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, খালেদার আইনজীবীরা অসুস্থতার কথা বলে আপিল শুনানিতে অংশ নেয়নি৷ অথচ আদালত অবমাননার আবেদনের শুনানি করতে তারা চাপ দিচ্ছিল৷ যা বিস্ময়ের সৃষ্টি করেছে৷

একইভাবে উপস্থাপন না হওয়ার কারণ দেখিয়ে খারিজ করা হয় হাইকোর্টের রায় স্থগিত রাখা ও বাড়ির অবকাঠামো ঠিক রাখার আবেদন৷ তবে আদালত অবমাননার আবেদনটির শুনানির দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার৷ বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, শুনানি না করেই আবেদন খারিজ করা নজীরবিহীন৷ তারা অন্তত একদিনের জন্য হলেও শুনানির মুলতুবি চেয়েছিলেন৷

খালেদার আরেক আইনজীবী টিএইচ খান বলেন, আদালতে আপিল আবেদন উত্থাপন না করার কথা ঠিক নয়৷ আপিল বিভাগের রায়ের পরপরই আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷

আপিল আবেদনের শুনানির দিন হওয়ায় সুপ্রিমকোর্ট ভবন এবং আশপাশ এলাকায় সোমবার ছিল কড়া নিরাপত্তা৷ পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় ব়্যাব ও ডগস্কোয়াড৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক