1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ো-ডিজেলে ভারতের সাফল্য

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৪ মে ২০১৩

রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল কোম্পানির গবেষণা বিভাগ এমন এক প্রযুক্তি উদ্ভাবনে সফল হয়েছে বলে দাবি করেছে, যা দেশে বায়ো-ডিজেলের ব্যবহার এবং অটোমোবাইল শিল্পে তার গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে৷

https://p.dw.com/p/18crW
A farmer carries harvested rice on his shoulders in a paddy field at Raja Panichanda village, on the outskirts of Gauhati, India, Friday, Nov. 4, 2011. In a report released last month, ActionAid urged G-20 leaders to increase investment in small farms in poor countries warning that millions of poor farmers will be deprived of arable land to produce food due to demand for biofuels, which take up land that could be used to grow edibles, and a rush from foreign investors to control natural resources such as minerals. India was among the 10 most vulnerable in a survey of 28 poor countries conducted by the group. (AP Photo/Anupam Nath)
ছবি: AP

জ্বালানি নিরাপত্তা, খনিজ তেলের ওপর অত্যধিক নির্ভরতা, ক্রম হ্রাসমান ফসিল তেলের সঞ্চয়, লাগাতার কার্বন নির্গমন, বিশ্ব উষ্ণায়নে তার নেতিবাচক প্রভাবের প্রেক্ষাপটে দেশ-বিদেশের বিজ্ঞানী আর প্রযুক্তিবিদরা এমন এক বিকল্প জ্বালানি উদ্ভাবনে কাজ করে চলেছেন, যা হবে নবায়নযোগ্য এবং পরিবেশ অনুকূল৷

সেই দিশায় দিল্লির কাছে ফরিদাবাদে ইন্ডিয়ান অয়েল কোম্পানির (আইওসি) গবেষণা ও উন্নয়ন বিভাগ জাট্রোফা নামক গাছের তেল থেকে বায়ো-ডিজেল তৈরির এক প্রযুক্তি উদ্ভাবনেই শুধু সফল হয়নি, পেট্রোলিয়াম শোধনাগারে বাণিজ্যিকভাবে তা প্রক্রিয়াজাত করে বায়ো-ডিজেল উৎপাদনেও সক্ষম হয়েছে৷ ইন্ডিয়ান অয়েল এবং ছত্তিসগড় রিনিউএবল এনার্জি ডেভালেপমেন্ট অথরিটির যৌথ সংস্থা ক্রিডা এজন্য মোট ২০০ টন জাট্রোফা তেল সরবরাহ করেছে৷

Symbolbild zu "Tanken, Benzinpreise" Bild: Fotolia/bertys30 #32161122
ইন্ডিয়ান অয়েল কোম্পানির গবেষণা বিভাগ এমন এক প্রযুক্তি উদ্ভাবনে সফল হয়েছে বলে দাবি করেছে, যা দেশে বায়ো-ডিজেলের ব্যবহার এবং অটোমোবাইল শিল্পে তার গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবেছবি: Fotolia/bertys30

কী দিয়ে তৈরি হয় বায়ো-ডিজেল? বায়ো-ডিজেল সাধারণত তৈরি হয় ভেজিটেবল তেলবীজ থেকে৷ যেমন, রেপসিড, সয়াবিন বীজ, সূর্যমুখী ফুলের বীজ, পশু চর্বি এবং জাট্রোফা নামক এক বিষাক্ত গুল্মের ফল থেকে৷ বায়ো-ডিজেল জীবাশ্ম তেলের সঙ্গে মিশিয়ে পরিবহন শিল্পেও ব্যবহার করা যায়৷ বায়ো-ডিজেল পরিবেশ অনুকূল তো বটেই, কৃষিকাজেও এর ইতিবাচক প্রভাব পড়ে৷ বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, এক কিলো বায়ো-ডিজেল তিন কিলো কার্বন নির্গম কম করে৷ যা প্রচলিত ডিজেলের তুলনায় ৬০ থেকে ৮০ ভাগ কম৷

অনেক গরিব দেশে বায়ো-ডিজেলের জন্য উর্বর জমিতে অ-ভোজ্য ভেজিটেবল তেলের চাষ বাড়িয়ে চলেছে বেশি দাম পাবার আশায়৷ যার ফলে ভোজ্য ভেজিটেবল তেলের যোগান কমে যাচ্ছে৷ কিন্তু জাট্রোফা চাষ করা যায় অনুর্বর জমিতে৷

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ জাট্রোফা ফলের শুকনো খোসা থেকে তেল নিষ্কাশনের জন্য কয়েকটি ইউনিট বসিয়েছে উত্তরপ্রদেশে৷ কী করে তেল বের করতে হয়, তার টেকনিক কৃষকদের হাতে-কলমে শেখানো হচ্ছে৷ সরকার এই সব ইউনিট বসাতে আর্থিক, কারিগরি ও অন্যান্য পরিকাঠামো সুবিধা দিচ্ছে৷ জাট্রোফা বীজ ও ফল গুঁড়ো করার পর বাই-প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় গ্লাইসেরিন৷ জাট্রোফা গুঁড়ো থেকে খইল বানিয়ে জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য