1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপিতে আমি খালেদা জিয়ার চেয়েও সিনিয়র - নাজমুল হুদা

২১ নভেম্বর ২০১০

আইনজীবীদের ভুলে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হয়েছে৷ বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার এমন মন্তব্যে ক্ষুব্ধ বিএনপির নীতি নির্ধারকরা৷

https://p.dw.com/p/QEmS
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

হরতাল ও কৌঁসুলিদের সমালোচনার প্রেক্ষিতে, বিএনপির সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে রবিবার রাতে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান।

এর আগে, ঢাকার পত্রিকায় রবিবার খবর বের হয়েছিল যে, স্থায়ী কমিটি নাজমুল হুদাকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে৷ তবে নাজমুল হুদা অফিসিয়ালি বহিষ্কারের খবর না জানলেও, পত্রিকার খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমকে৷ নাজমুল হুদা বলেছেন, এমন কিছু তিনি করেননি যে কারণে তাঁকে বহিষ্কার করা হতে পারে৷ তাঁকে কারণ দর্শানোর নোটিশ ছাড়া বহিষ্কার করা হলে তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে যাবেন৷ তিনি নিজেকে বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন দাবি করে বলেন, দলে তিনি খালেদা জিয়ার চেয়েও সিনিয়র৷

নাজমুল হুদা দাবি করেন, বিএনপিতে যারা বহিরাগত বা অন্য দল থেকে ঢুকেছেন তারা নানা পরামর্শ দিয়ে বিএনপির ক্ষতি করছে৷ তারাই হয়তো খালেদা জিয়ার কাছে তাঁর বিরুদ্ধে কথা লাগিয়েছে৷

তিনি প্রশ্ন তোলেন, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত তাঁকে জানানোর আগে সাংবাদিকরা কিভাবে জানল৷ এর তদন্তও দাবি করেন তিনি৷

নাজমুল হুদা বলেন, বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা অবহেলিত হচ্ছে৷ যারা ম্যাডামকে খালেদা বলে সম্বোধন করেন তারাই এখন বিএনপির স্থায়ী কমাটির সদস্য৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা