1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির আইনি লড়াইয়ের প্রস্তুতি

১৫ অক্টোবর ২০১০

বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি৷ খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপি নেতারা মনে করেন কোন রেজিস্টার্ড বাড়ির মালিকানা সরকারি নোটিশের মাধ্যমে বাতিল করা যায় না৷

https://p.dw.com/p/PebZ
ছবি: Mustafiz Mamun

অন্যদিকে, আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ মনে করেন আদালতের রায় সবার মেনে নেয়া উচিত৷

বিএনপির স্থায়ি কমিটির সদস্য এবং খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া মনে করেন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে সরকার জাতিকে বিভক্ত করতে চায়৷ ওই বাড়ি ভেঙ্গে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের পরিবারের জন্য ফ্ল্যাট বানানোর সরকারি প্রস্তাব সেই অপচেষ্টারই অংশ৷ তাঁর মতে জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের ওই বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা হবে ভয়াবহ আত্মঘাতী৷

ব্যরিষ্টার রফিকুল ইসলাম মিয়া বলেন আদালতের রায়ের বিরুদ্ধে তারা আপিলের প্রস্তুতি নিচ্ছেন৷ আদালত যে ৩০ দিনের সময় দিয়েছে তার মধ্যেই আপিল করা হবে৷ তিনি মনে করেন আপিলের শুনানি পর্যন্ত হাইকোর্টের নির্দেশ স্থগিতের সময় পাওয়া যাবে৷

এদিকে আইনমন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ বলেন, আদালতের নির্দেশ মেনে নিতে হবে সবাইকে৷ খালেদা জিয়ার বাড়ি নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাকে সবপক্ষের সম্মান করা উচিত৷

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সব কিছুরই নিয়ম-নীতি রয়েছে৷ প্যারোল কখনো দিনের পর দিন অব্যাহত থাকতে পারেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার