1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির মানব বন্ধনে পুলিশের বাধা

৭ জুলাই ২০১০

রাজধানী ঢাকার গাবতলী থেকে সায়েদাবাদ এই পথে ১৭টি পয়েন্ট প্রধান বিরোধী দল বিএনপি মানব বন্ধনের মূল জায়গা হিসেবে ঠিক করে রেখেছিল৷ কিন্তু ১১টা থেকে ১২টা পর্যন্ত পুলিশ কোন পয়েন্টেই বিএনপির নেতা কর্মীদের দাঁড়াতেই দেয়নি৷

https://p.dw.com/p/ODFb
সাধারণের চলাচলের জাযগায় জটলা করা বেআইনি : উপপুলিশ কমিশনার মনিরুল ইসরামছবি: AP

রাস্তার মোড়ে মোড়ে আগে থেকেই অবস্থান নেয় বিপূল সংখ্যার পুলিশ৷ যেখানেই নেতা-কর্মীরা দাড়াতে গেছেন সেখানেই পুলিশ তাদের হটিয়ে দিয়েছে৷ উপপুলিশ কমিশনার মনিরুল ইসরাম তা স্বীকারও করেন৷ তিনি বলেন, সাধারণের চলাচলের জাযগায় জটলা করা বেআইনি ৷ পুলিশ জটলা ভেঙে দিয়েছে৷

রাজধানীর বিভিন্ন পয়েন্টের নেতা-কর্মীরা শেষ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন৷ সেখানে নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন মহাসচিব খন্দকার দেরোয়ার হোসেন৷ তিনি অভিযোগ করেন, সরকার অমানবিক উপায়ে তাদের আন্দোলন সংগ্রামকে দমন করছে৷ কিন্তু এভাবে জনগণের দাবিকে দমন করা যায়না৷ এর জন্য সরকারকে খেসারত দিতে হবে, বলেন দেলোয়ার হোসে৷ বক্তৃতা শেষে খন্দকার দেলোয়ার অসুস্থ হয়ে পড়লে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

বিএনপি নেতাদের অভিযোগ তাদের শতাধিক নেতা-কর্মি আহত হয়েছেন৷

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরও বিভিন্নস্থানে পুলিশের বাধার কথা জানান৷

ঢাকা ছাড়াও দেশের অন্তত: ১৭টি জেলায় মানব বন্ধনে পুলিশের বাধার খবর পাওয়া গেছে৷ ঢকাসহ সারা দেশে বিএনপির অন্তত: অর্ধশত নেতা-কর্মীকে আটক করা হয়েছে৷ নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এই মানব বন্ধন কর্মসূচি দিয়েছিল বিএনপি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক