1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি ক্ষমতায় গেলে কৃষক হত্যা করে: প্রধানমন্ত্রী

১৯ এপ্রিল ২০১০

খুলনার জনসভায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রবিবারের বক্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/N0U4
ছবি: DW

সোমবার কৃষকলীগের এক ঘরোয়া বৈঠকে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মোটা চালের কেজি হয়েছিল ৪০ টাকা৷ কৃষকরা সার পায়নি৷ সার চাওয়ায় উল্টো তাঁদের গুলি করে হত্যা করা হয়েছিল৷ এছাড়া সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল৷

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মোটা চালের কেজি ১০ টাকা রেখে এসেছিল৷ কিন্তু বিএনপির মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে সেসময় চালের কেজি ৪০ টাকা হয়েছিল৷ এর জাবাব খালেদা জিয়াকে দিতে হবে৷

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কৃষকদের জন্য সার, বীজ, সেচের ব্যবস্থা করেছে৷ তাঁরা যাতে ঠিকমত সার পায় সেজন্য কার্ড তৈরি করে দিয়েছে৷ কিন্তু বিএনপির সময় কৃষকরা সার দাবি করায় ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছে৷ শেখ হাসিনা বলেন, সন্ত্রাস বিএনপির মজ্জাগত৷ বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকরাও নির্যাতন থেকে রেহাই পায়নি৷ নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরাও৷

তিনি বলেন, দেশের এই দুরবস্থার জন্য অতীতের সরকারগুলোই দায়ি৷ আওয়ামী লীগ দেশের কল্যাণে অতীতেও যেমন প্রতিশ্রুতি রেখেছে, এবারও রাখবে৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : জাহিদুল হক