1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্রির তালিকায় বলিউডের বিখ্যাত স্টুডিও

১৫ ফেব্রুয়ারি ২০১১

মুম্বইয়ে জমির আকাশছোঁয়া দাম ও বিপুল চাহিদার মুখে এবার অস্তিত্বের সংকটে পড়লো বলিউডের বিখ্যাত ‘ফিল্মিস্তান’ স্টুডিও৷ সেখানে এবার আবাসিক অথবা বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হবে৷

https://p.dw.com/p/10HHn
চলছে চিত্র ধারণের কাজছবি: AP

মুম্বইয়ের শহরতলি গোরেগাঁওয়ে প্রায় ৪ থেকে ৫ একর জায়গার ওপরে স্টুডিওটি নির্মিত৷ বলিউডের স্বর্ণযুগ ১৯৪০ ও ১৯৫০-এর দশকে ঐ স্টুডিওতে তৈরি করা হয়েছে বহু হিট ছবি৷ স্টুডিওটি ৬০০ থেকে ৭০০ কোটি ভারতীয় টাকার বেশি দামে বিক্রি করা হতে পারে৷ জমির অন্যতম মালিক কামানওয়ালা হাউসিং কন্সট্রাকশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এম এল গুপ্ত হিন্দুস্তান টাইমস সংবাদপত্রকে বলেছেন,‘‘ সম্পত্তি হিসেবে এটি মূল্যবান এবং আমরা এই জমির ভালো দাম আশা করি৷'' তবে কোনো এক বড় রিয়েল এস্টেট ফার্মের সঙ্গে চুক্তি হয়ে যাবার কথা তিনি অস্বীকার করেছেন৷

১৯৪৩ সালে প্রযোজক শশধর মুখোপাধ্যায় এবং অভিনেতা অশোক কুমার প্রোডাকশন হাউস হিসেবে ‘ফিল্মিস্তান' স্টুডিও প্রতিষ্ঠা করেন৷ ষাটের দশকের বিখ্যাত কয়েকটি ছবি এই স্টুডিওতে নির্মিত হয়, যার মধ্যে রয়েছে, ‘নাগিন', ‘আনারকলি', ‘শহিদ' এবং ‘শবনম'৷

১৯৫০-এর দশকের শেষের দিকে ১৪টি সেটের এই স্টুডিওটি একজন মিল মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়, এবং তখন থেকেই এটি চলচ্চিত্র নির্মাতাদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন