1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৪ মে ২০১১

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের পথ চিরতরে বন্ধ করা হবে৷ সংবিধানে এমন ব্যবস্থা রাখা হবে যাতে কেউ আর অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে না পারে৷

https://p.dw.com/p/11Fzt
শেখ হাসিনা (ফাইল চিত্র)ছবি: Mustafiz Mamun

শনিবার ঢাকায় বিচারকদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের নিম্ন এবং উচ্চ আদালতে ২০ লাখ মামলা জমে আছে৷ বিচার প্রার্থীদের তাই বিচার পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে৷ এতে তারা আর্থিক এবং মানসিকসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন৷ প্রধানমন্ত্রী সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়ার কথা বলেন৷ সাধারণ মানুষ যাতে সঠিক সময়ে বিচার পায় সেজন্য তিনি বিচারকদের সচেষ্ট হওয়ার আহবান জানান৷

প্রধানমন্ত্রী বলেন অতীতে সামরিক স্বৈরশাসকরা বার বার সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে৷ এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বার বার মুখ থুবড়ে পড়েছে৷ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তিনি বলেন এবার সংবিধান সংশোধনের মাধ্যমে এমন ব্যবস্থা নেয়া হবে যাতে আর কেউ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে না পারে৷

প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে আইনমন্ত্রী এবং প্রধান বিচারপতি বক্তব্য রাখেন৷ প্রধান বিচরপতি এবিএম খায়রুল হক বলেন মামলা জট কমাতে হলে বিচারকদের সংখ্যা বাড়াতে হবে৷ বাড়াতে হবে অবকাঠামোগত সুবিধা৷ প্রধানমন্ত্রীও বিচারকদের স্বল্পতার বিষয়টি উল্লেখ করেন৷ তিনি বলেন, দ্রুত মামলা নিষ্পত্তির জন্য এজলাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য